ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফি

যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ!

প্রকাশিত: ০৪:২৮, ৭ জুন ২০১৭

যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ-গ্রুপ থেকে সেমির পথে শেষ চারের লড়াইটা বেশ জমে উঠেছে, সমীকরণের মার-প্যাঁচে যেখানে এখনও বাংলাদেশের সম্ভাবনা টিকে আছে। মঙ্গলবার এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ চলছিল। তখন পর্যন্ত গ্রুপে চার দলের পয়েন্ট যথাক্রমে ইংল্যান্ডÑ২, অস্ট্রেলিয়াÑ২, বাংলাদেশÑ১ ও নিউজিল্যান্ডÑ১। অর্থাৎ ম্যাচটা জিতে থাকলে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে ইংলিশদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হারলে আর বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেই কেবল সেমিতে যাবে মাশরাফি বিন মর্তুজার দল। আর যদি উল্টোটা হয়, কাল নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড হেরে গিয়ে থাকে তাহলে টাইগারদের স্বপ্ন বাঁচাতে অস্ট্রেলিয়ার কাছেও ইংল্যান্ডকে হারতে হবে। অর্থাৎ স্বাগতিক ইংলিশদের দুটি ম্যাচেই হারতে হবে। আর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। তখন পয়েন্ট দাঁড়াবে অস্ট্রেলিয়া-৪, বাংলাদেশ-৩, নিউজিল্যান্ড-৩, ইংল্যান্ড-২। সেক্ষেত্রে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে রান রেটে এগিয়ে থাকবে তারাই যাবে সেমিতে। বাংলাদেশ যদি শেষ ম্যাচ হেরে যায় তাহলে তো কথাই নেইÑ সব সমীকরণের জলাঞ্জলি, পত্রপাঠ বিদায় নেবে মাশরাফিরা। আবার ইংল্যান্ড যদি মঙ্গলবার জিতে গিয়ে থাকে এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডই উঠে যাবে সেমিতে। বিদায় নেবে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। আবার নিউজিল্যান্ড যদি দুটি ম্যাচই জিতে যায় তখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচে বিজয়ী দলই পাবে সেমির টিকেট। তবে বৃষ্টির কারণে আবারও যদি কোন ম্যাচ পরিত্যক্ত হয় তবে সেমিতে উঠতে এÑগ্রুপের চার দলের সামনে তখন নতুন সমীকরণ তৈরি হবে। কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক, নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হচ্ছে বাংলাদেশকে। কিন্তু পয়েন্ট সমান হলে সমাধান কি? প্রথমত, দেখা হবে কারা ম্যাচ বেশি জিতেছে। সেটিতে সমাধান না হলে নেট রান রেট। এটিতেও না হলে আসবে মুখোমুখি লড়াইয়ের হিসাব। এই তিনটিতে সমাধান না হলে দেখা হবে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপিং করার সময়ের ওয়ানডে র‌্যাঙ্কিং। সেক্ষেত্রে লাভবান হবে অস্ট্রেলিয়া, কারণ গ্রুপিংয়ের সময় শীর্ষে ছিল অসিরা। হৃদরোগে আক্রান্ত বাদল রায়ের জন্য দোয়া কামনা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাদল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে ওয়ারীর নিজ বাসায় অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণ হয়েছে। বাদল রায়ের জ্ঞান আছে, তবে শরীরের বাঁ-দিকটা কিছুটা অবশ। বাদল রায় ছিলেন আশির দশকে বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকা। ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটিয়েছেন মোহামেডানে। ১৯৮১ ও ১৯৮৬ সালে ছিলেন দলটির অধিনায়ক। তার অধিনায়কত্বে ১৯৮৬ সালে মোহামেডান লীগ চ্যাম্পিয়ন হয়। এ কিংবদন্তির গোলেই ১৯৮২ সালে দিল্লীতে মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসের ফুটবলে প্রথম জয় পায় বাংলাদেশ। ১৯৯০ সালে অবসরে যান বাদল রায়। এরপর জড়ান রাজনীতিতে। ৯০’র দশকে কয়েকবার মোহামেডানের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অর্ডের সঙ্গে আজ বাফুফের চুক্তি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অস্ট্রেলিয়ার এ্যান্ড্রু অর্ড বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং আজ বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন এই কোচকে এক বছরের জন্য নিয়োগ দেবে বাফুফে। ছয় মাসের মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে যেতে পারবেন না।
×