ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-২৩ ফুটবল দলের ট্রায়াল শুরু আজ

প্রকাশিত: ০৪:২৭, ৭ জুন ২০১৭

অনুর্ধ-২৩ ফুটবল দলের ট্রায়াল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৯-২৩ জুলাই পর্যন্ত ফিলিস্তিনে অনুষ্ঠিতব্য ‘এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৮ কোয়ালিফায়ার্সে’ অংশ নেবে বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ক্লাব ফুটবল দলের অ-২৩ বয়সের খেলোয়াড়দের অংশগ্রহণে আগামী ৭-৯ জুন পর্যন্ত তিন দিনব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ ক্যাম্প বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেসসহ ফুটবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ও বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দল গঠন করা হবে। বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দলের উভয় গ্রুপের সংশ্লিষ্ট খেলোয়াড়দের এই প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানের লক্ষ্যে আজ বুধবার সকাল ৯টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কাছে ক্রীড়া সরঞ্জামসহ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রায়াল অনুষ্ঠিত হবে। প্রাথমিক তালিকার দুই গ্রুপে মোট ৫৪ খেলোয়াড়ের ট্রায়াল হবে আজ। ‘এ’ গ্রুপে ২৬ এবং ‘বি’ গ্রুপে আছে ২৮ ফুটবলার। ‘এ’ গ্রুপের খেলোয়াড় তালিকা : আবাহনী লিমিটেডের সোহেল রানা, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের নুরুল নাইউম ফয়সাল, মনসুর আমিন, মাসুক মিয়া জনি, মোঃ আবদুল্লাহ্, কৌশিক বড়ুয়া, মান্নাফ রাব্বি; শেখ জামাল ধানম-ির মোহাম্মদ নাইম, হোসেন সুজন, মাশহুদ উদ্দিন আহমেদ চৌধুরী, জাবেদ খান, সোহেল মিয়া; আরামবাগ ক্রীড়া সংঘের মাহফুজ হাসান প্রীতম, মোহাম্মদ রকি, আবু সুফিয়ান সুফিল, জালাল মিয়া; শেখ রাসেল ক্রীড়াচক্রের খালেকুজ্জামান, বিশ^নাথ ঘোষ, ফজলে রাব্বি, মেহেবুব হাসান নয়ন, মোঃ জুলফিকার; মোহামেডান স্পোর্টিং ক্লাবের মঞ্জুরুর রহমান, আসাদুজ্জামান বাবলু, অনীক হোসেন, শাহাদাত হোসেন শাহেদ এবং তকলিস আহমেদ।
×