ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে মুখোমুখি সিমোনা-সিতোলিনা

প্রকাশিত: ০৪:২৬, ৭ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে মুখোমুখি সিমোনা-সিতোলিনা

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এলিনা সিতোলিনা। ইউক্রেনের এ পঞ্চম বাছাই চলতি ফ্রেঞ্চ ওপেনেও দুর্দান্ত খেলছেন। উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। তবে এবার তাকে কঠিনতম পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ তিন নম্বর বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ। এছাড়া দুই নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা, ২৮ নম্বর বাছাই ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া উঠেছেন শেষ আটে। আগেরদিনই কোয়ার্টার নিশ্চিত করেন ১১ নম্বর বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, লাটভিয়ার অবাছাই জেলেনা অস্টাপেঙ্কো, ১৩ নম্বর বাছাই ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ ও সুইজারল্যান্ডের টিমিয়া ব্যাকসিনস্কি। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে যেতে পারে ফ্রান্সেই। কারণ কোয়ার্টার ফাইনালে উঠেছেন বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে থাকা ১৩ নম্বর বাছাই ফরাসী তরুণী ক্রিস্টিনা মাদেনোভিচ এবং আরেক তারকা ক্যারোলিন গার্সিয়া। আগেরদিনই শেষ আট নিশ্চিত করেছিলেন মাদেনোভিচ। আর এবার ২৮ নম্বর বাছাই গার্সিয়া স্বদেশী এলিজ কর্নেটকে বিদায় করে উঠে এসেছেন শেষ আটের লড়াইয়ে। তিনি জয় পান ৬-২, ৬-৪ সেটে। কিন্তু এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। মুখোমুখি হতে হবে আসরের অন্যতম ফেবারিট ও দুই নম্বর বাছাই পিসকোভার বিরুদ্ধে। পিসকোভা চতুর্থ রাউন্ডে জিততে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন। প্যারাগুয়ের অবাছাই ভেরোনিকা সিপেড রোইগ ইতোমধ্যেই আসরের বড় চমক হয়ে উঠেছিলেন। তিনি এদিন পিসকোভাকেও চমকে দেন প্রথম সেটে ৬-২ ব্যবধানে জয় তুলে নিয়ে। কিন্তু পরে আর সুযোগ দেননি পিসকোভা। পরবর্তী দুই সেটে ৬-৩, ৬-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ আটে উঠে যান। থেমে যায় সিপেডের জয়রথ। পিসকোভার বাধা পেরনো কঠিন হলেও উজ্জীবিত মাদেনোভিচের এগিয়ে চলাটা অব্যাহত থাকতে পারে ফাইনাল পর্যন্ত। কারণ কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ সুইস তরুণী ব্যাকসিনস্কির মুখোমুখি হবেন তিনি। আগের দুইবারের মুখোমুখিতে উভয়ে একটি করে ম্যাচ জিতেছেন। শেষ আটে জিততে পারলেই সেমিতে মাদেনোভিচের প্রতিপক্ষ হবেন ওজনিয়াকি-অস্টাপেঙ্কোর লড়াইয়ে বিজয়ী। তাই একটা সুযোগ আছে ফরাসীদের হাতেই এবার মহিলাদের ফ্রেঞ্চ ওপেন থেকে যাওয়ার। ওজনিয়াকি এবং অস্টাপেঙ্কো আগেরদিনই শেষ আট নিশ্চিত করেন। এ দুই তারকা এর আগে তিনবার পরস্পরের মোকাবেলা করেছেন। বিস্ময়করভাবে প্রতিবারই জয় তুলে নিয়েছেন লাটভিয়ার তরুণী অস্টাপেঙ্কো। এবার আজারেঙ্কার প্রতিশোধ নেয়ার সুযোগ। এ বিষয়ে ওজনিয়াকি বলেন, ‘আমি অনুভব করছি যে কোন সারফেসে আমি ভাল খেলতে পারি এবং সেটা বিশ্বাসও করি। আমি লাল মাটির কোর্টেও টুর্নামেন্ট জিতেছি।’ অস্টাপেঙ্কো এ লড়াইয়ের আগে বলেন, ‘যখন আমি বেড়ে উঠছিলাম, আমার আইডল ছিলেন সেরেনা। যেভাবে সে খেলে সেটা আমার খুবই পছন্দের। ছোট থাকতে তার খেলা একটাও মিস দিতাম না এবং এখন আমি তাকেই অনুসরণ ও অনুকরণ করার চেষ্টা করি।’ তবে সবচেয়ে কঠিন ও আকর্ষণের কেন্দ্রে থাকবে সিতোলিনা-সিমোনা লড়াই। ৫ নম্বর বাছাই ইইক্রেনের সিতোলিনা ৪-৬, ৬-৩, ৭-৫ সেটে ক্রোয়েশিয়ার পেত্রা মারটিচকে হারিয়ে দেন। আর ৩ নম্বর বাছাই রোমান সিমোনা ৬-১, ৬-১ সেটে রীতিমতো বিধ্বস্তই করেন ২১ নম্বর বাছাই স্পেনের পরিচিত ও আলোচিত মুখ কার্লা সুয়ারেজ নাভারোকে।
×