ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লংগদুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করুন ॥ বি. চৌধুরী

প্রকাশিত: ০৪:০৫, ৭ জুন ২০১৭

লংগদুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করুন ॥ বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী লংগদুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার বি. চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, লংগদুর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রয়োজনে অবিলম্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা বিধান এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়ে সাবেক এ রাষ্ট্রপতি আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং তাদের ক্ষমতা আরও বাড়াতে হবে। বি. চৌধুরী বলেন, উপজাতি এবং অন্যান্য স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্য সৃষ্টির লক্ষ্যে সরকার এবং বিরোধীদলীয় নেতৃবৃন্দ, প্রশাসন এবং উপজাতি নেতাদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা উচিত। ডিএমপির নিরস্ত্র পরিদর্শক পদে ৮ কর্মকর্তাকে বদলি স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পরিদর্শক (ইন্সপেক্টর) পদের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার (ডিসি সদর দফতর ও প্রশাসন) মহাঃ আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বদলিকৃতরা হলেনÑ ডিএমপির মাহবুব আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়ারী থানায়, শেখ আমিনুল বাশারকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ডিএমপির লজিস্টিকস বিভাগে, সুজিত কুমার সাহাকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) আদাবর থানায়, মোঃ শের আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হেডকোয়ার্টার্স এ্যান্ড এ্যাডমিন বিভাগে (এমআইএসআইটি), ওয়ারীর থানা পরিদর্শক মোঃ আলীম হোসেন শিকদারকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পিএসএ্যান্ডআইআই বিভাগে, আদাবর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আরিফুর রহমান সরদারকে পিআর এ্যান্ড এইচআরডি বিভাগে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
×