ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

জয়পুরহাটে স্কুল শিক্ষক নিহত

প্রকাশিত: ০৪:০৩, ৭ জুন ২০১৭

জয়পুরহাটে স্কুল শিক্ষক নিহত

নিজস্ব সংবাদাতা, জয়পুরহাট, ৬ জুন ॥ পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের ভীমপুরে সড়ক দুর্ঘটনায় তৌহিদ রব্বানী (৩৩) নামে এক উচ্চ বিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত রব্বানী পার্শ্ববর্তী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা-মাধবপাড়া গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে। তিনি হিলি খাট্ট-উচনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ভাঙ্গায় পুলিশ সদস্য নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদীতে পিকআপের চাপায় টহলরত পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। নিহত ও আহতরা সবাই ভাঙ্গা থানায় কর্মরত ছিলেন। সোমবার মধ্য রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোতালেব চাকলাদার। পঞ্চগড়ে বৃদ্ধা ও স্কুলছাত্র স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এরা হলেনÑ তহিরন নেছা (৭৮) এবং আল আমিন নামে এক স্কুলছাত্র। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি এবং একই উপজেলার শালবাহান এলাকায় সকালে এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। নিহত বৃদ্ধার বাড়ি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া এলাকায় সে ওই এলাকার শরিফউদ্দিন মেম্বারের স্ত্রী। নিহত স্কুলছাত্র শালবাহান এলাকার লোহাকাচি গ্রামের ইব্রাহিমের ছেলে। সে মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সৈয়দপুরে আরোহী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ইজিবাইকের ধাক্কায় আহত বিনোদ কুমার রায় (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচ-ী ইউনিয়নের আকারবাড়ি এলাকায় বিনোদ কুমার রায় সোমবার বিকেলে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের শ্বশুর ভবেশ চন্দ্র রায়ের বাড়ি হতে বের হয়ে মোটরসাইকেলে করে বদরগঞ্জ যাচ্ছিলেন। পথে সৈয়দপুরের মুচিরহাট সর্দারপাড়া নামকস্থানে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। পাটগ্রামে নারী নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সুফিয়া বেগম (৪২) নামে এক নারী ট্রাকচাপায় মারা গেছে। সোমবার সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুফিয়া বেগম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘাটের পাড় গ্রামের করিম উদ্দিনের স্ত্রী রাস্তা পারাপারের সময় এ দুঘর্টনা ঘটে। ফল বিতরণ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৬ জুন ॥ কাউখালীতে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের মাঝে মৌসুমি ফল হিসেবে আম ও লিচু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের আবাসন প্রকল্পে বসবাসরত ৫০ প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুর মাঝে এ ফল বিতরণ করা হয়। কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু সুবিধাবঞ্চিত এসব শিশুর হাতে পাকা আম ও লিচু তুলে দেন। এ সময় শিশুরা মধু মাসে মৌসুমি এসব ফল পেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে। পরে আবাসনে বসবাসরত পরিবারগুলোর বাড়ির আঙিনায় একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নিরাপদ খাদ্যবিষয়ক সভা নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৬ জুন ॥ মঙ্গলবার দুপুরে বগুড়ার সান্তাহারে নিরাপদ খাদ্যবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা সিভিল সার্জনের সহযোগিতায় এবং আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সান্তাহার শহরের কলাবাগানে আজমেরী ফ্লাওয়ার এ্যান্ড ওয়েল মিল মিলনায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাঃ নিউটন সরকারের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন আজমেরী ফ্লাওয়ার এ্যান্ড ওয়েল মিলের মালিক রাকেস সাহা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শহরের আজাদ বেকারির মালিক মোজাফ্ফর হোসেন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সাংবাদিক খায়রুল ইসলাম, রায় প্রমুখ।
×