ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০২, ৭ জুন ২০১৭

রাজশাহীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিলে মাছ ধরার জন্য বাঁধ দেয়াকে কেন্দ্র করে বাগমারায় জেকের আলী (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বাড়ি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরোম গ্রামে। এই হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে রহিদুল ইসলাম নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। রহিদুল ইসলাম গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের কায়েস আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলার হাতরোম বিলে পানির প্রবাহ বন্ধ করে রহিদুল ইসলাম মাছ ধরার জন্য বাঁশের বাঁধ দিতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে জেকের আলী তাকে বাঁধ দিতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। এক পর্যায়ে রহিদুল ইসলাম লাঠি দিয়ে বৃদ্ধ জেকের আলীকে পেটাতে থাকেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে সেখানে ফেলে পালিয়ে যায় রহিদুল। বিষয়টি টের পাওয়ার পর ঘটনাস্থলের অদূরে থাকা লোকজন এসে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে জেকের আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ রহিদুল ইসলামকে গ্রেফতার করে। দিনাজপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, হাকিমপুর পল্লীতে যৌতুকের বলি হলেন কুলসুমা (২০) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার চন্ডিপুর মহল্লায়। জানা গেছে, গত ২ মাস আগে উপজেলার চন্ডিপুর মহল্লার আব্দুল লতিফের ছেলে সাজ্জাদ হোসেনের সঙ্গে বিরামপুর উপজেলার ধানঝুড়ি গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে কুলছুমার বিয়ে হয়। এ বিয়েতে এক লাখ টাকা যৌতুক নির্ধারণ করা হয়। যৌতুকের টাকা দিতে না পারায় বিয়ের পর থেকে সাজ্জাদসহ পরিবারের সদস্যরা কুলছুমার ওপর অমানবিক নির্যাতন চালাতেন। সোমবার রাতে স্বামী সাজ্জাদ শাশুড়ি রোকছানা ও ননদ আয়েশা গৃহবধূ কুলছুমাকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করে। এরপর তারা বিষয়টি ধামাচাপা দিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার ওয়াসিব উদ্দিন জানান, গলায় ফাঁস দিয়ে মৃত্যুর কোন আলামত পাওয়া যায়নি। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নরসিংদীতে কৃষক স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, বজলু খাঁন (৪৭) নামে এক কৃষক খুন হয়েছে। শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের রূপা খাঁনের পুত্র কৃষক বজলু খাঁন ঘটনার দিন সকাল সাড়ে ৬টায় তার কলাবাগানে কলার ছড়ি কাটতে যায়। এ সময় প্রতিবেশী মৃত গিয়াস উদ্দীনের পুত্র শরীফ (৪৫) পেছনের দিক দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বজলু খাঁনকে খুন করে। আশপাশের লোকজন দৌড়ে এলে শরীফ পালিয়ে যায়। সাভারে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার সালাউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েক দিন ধরে স্ত্রী পোশাক শ্রমিক নাজমা বেগম (৩০) এর কাছে নেশা করার জন্য টাকা চেয়ে আসছিল স্বামী রিক্সাচালক মঈনুল। কিন্তু, স্ত্রী নেশার টাকা না দেয়ায় এদিন সকালে নিজ কক্ষে স্ত্রী নাজমা বেগমকে গলা টিপে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে। বরিশালে লাশ ফেলে প্রেমিক উধাও স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, পরকীয়ার টানে তিন সন্তানের জননী বিউটি বেগম তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার দশদিন পর মঙ্গলবার সকালে লাশ হয়ে ফিরেছে। নাটকীয়ভাবে প্রেমিক মহিউদ্দিন বেপারী ও তার ভাই সাইদুল নিহত গৃহবধূর লাশ ফেলে পালিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার বাহ্মণদিয়া গ্রামে। জানা গেছে, ঠাকুরমল্লিক এলাকার জনৈক মনির হোসেন সপরিবারে তীলেরচর এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছেন। মনির স্থানীয় একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। সে সুবাধে তাদের অভাবের সংসারের সরলতার সুযোগ নিয়ে তীলেরচর এলাকার একটি স’ মিলের শ্রমিক ও বাহ্মণদিয়া গ্রামের জয়নাল বেপারীর পুত্র মহিউদ্দিন বেপারীর সঙ্গে মনিরের স্ত্রী তিন সন্তানের জননী বিউটি বেগমের পরিচয়ের সূত্র ধরে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ২৭ মে মহিউদ্দিনের হাত ধরে বিউটি বেগম অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। আরও জানা গেছে, সোমবার রাতে মোবাইল ফোনে মহিউদ্দিন ও তার সহোদর সাইদুল ইসলাম তাদের মা এবং ছোটভাইকে একটি ভ্যান নিয়ে ভোররাতে উজিরপুরের বামরাইল বাসস্ট্যান্ডে থাকতে বলেন। সে অনুযায়ী ভ্যান নিয়ে বামরাইল যাওয়ার পর কৌশলে বিউটিকে অসুস্থতার কথা বলে অচেতন অবস্থায় ভ্যানে তুলে দিয়ে তারা (মহিউদ্দিন ও সাইদুল) কৌশলে সটকে পড়ে। ভ্যানচালকের মাধ্যমে বিউটির মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ার পর মহিউদ্দিনের মা ও ছোটভাই আত্মগোপন করে। নীলফামারীতে বৃদ্ধ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, অনিল চন্দ্র রায় (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ ডিমলা থানা পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে ডিমলা উপজেলার সদরের একটি কেজি স্কুল সংলগ্ন গাছে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই বৃদ্ধ এলাকার সরদারহাট গ্রামের হরলাল রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ডিমলা থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিল।
×