ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দাবি পূরণ না করায় মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তি না করার অভিযোগ

প্রকাশিত: ০৪:০১, ৭ জুন ২০১৭

দাবি পূরণ না করায় মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তি না করার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে ঘুষের টাকা না দেয়া মুক্তিযোদ্ধা তালিকা থেকে হাফেজ শেখ নামে এক ব্যক্তিকে তালিকাভুক্ত না করার অভিযোগ উঠেছে ইউএনওর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের নগরকান্দি গ্রামের বাদশা শেখ। লিখিত অভিযোগে তিনি বলেন, তার বাবা হাফেজ শেখ ১৯৭১ সালে ভারতের প্রশিক্ষণ নিয়ে যশোর হয়ে নগরকান্দি ক্যাম্পে যোগদেন এবং যুদ্ধে অংশ নেন। তবে কোন তালিকায় তাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। ২০১৪ সালে সরকার পুনরায় মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির করার সুযোগ দিলে আমরা আবেদন করি। ডিজি নং- ১৫৩৮৬৪। সাম্প্রতি মুক্তিযুদ্ধা তালিকা হালনাগাত করতে যাচাইবাছাই শুরু হলে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বোর্ডের সভা হয়। ওই সভায় সবার সাক্ষ্য অনুয়ায়ী আমার বাবা হাফেজ শেখকে মুক্তিযুদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। এরপর আমার কাছে ইউএনও শামিম হাসান ও ইউএনও অফিসের কয়েকজন কর্মচারী আমার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করে। আমি তাদের দাবিকৃত টাকা না দেয়ায় আমার বাবাকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বাদশা শেখ বলেন, বিষয়টি নিয়ে আমি গত ১৪ মে জেলা প্রশাসকের কাছে ওই ইউএনওর ঘুষ দাবির বিষয়ে লিখিত অভিযোগ জানাই। পরে জানতে পারি ইউএনওর বিরুদ্ধে করা ওই অভিযোগের তদন্ত ইউএনও’র কাছেই দিয়েছেন জেলা প্রশাসন। প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ জুন ॥ বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিবন্ধিতা পুনর্বাসন প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার ৩০ প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা শহরের শিবগঞ্জ রোডে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংহেরবাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, স্বাবলম্বীর কর্মসূচী পরিচালক স্বপন কুমার পাল, ডাঃ মাকসুদুর রহমান ও প্রতিবন্ধিতা পুনর্বাসন প্রকল্পের সমন্বয়কারী শিল্পী বিশ্বাস প্রমুখ। আইসিটি প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৬ জুন ॥ আইসিটি বিষয়ে জ্ঞানার্জন করে ছাত্রছাত্রীদের প্রশিক্ষিতভাবে গড়ে তোলার লক্ষ্যে আইসিটি শিক্ষকগণের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এএমএম নাজমুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট বিষয়ের একজন শিক্ষকসহ ৩০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
×