ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে উমা দেবী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:০১, ৭ জুন ২০১৭

 মানিকগঞ্জে উমা দেবী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মানিবগঞ্জ, ৬ জুন ॥ সসিঙ্গাইর উপজেলা ইত্তেফাকের সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী চক্রবর্তী হত্যা ও ডাকাতি মামলায় ৫ জনকে মৃত্যুদ- ও প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন বিচারক। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলোÑ মানিকগঞ্জ সদর উপজেলা বারইভিকরা গ্রামের ইছাক ভূইয়া, সিঙ্গাইর উপজেলার শ্যামনগর গ্রামের ইমান আলী, মানিকগঞ্জ সদর উপজেলা মান্তা গ্রামের বাচ্চু মিয়া, মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া গ্রামের শহিদুল ইসলাম ও মানিকগঞ্জ সদর উপজেলা মান্তা গ্রামের নান্নু মিয়া। উল্লেখ্য, ২০১০ সালের ৯ আগস্ট রাতে উপজেলার মধ্য সিঙ্গাইর এলাকায় উমা দেবী চক্রবর্তীকে নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরের দিন উমা দেবীর চক্রবর্তীর ছেলে সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। হামদর্দের ইফতার সামগ্রী বিতরণ হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকা-ের অংশ হিসেবে পবিত্র রমজান মাসে ঢাকা শহরের বিভিন্ন সিগন্যালে আটকে পড়া ঘরমুখো মানুষকে মাসব্যাপী বিনামূল্যে ইফতার সামগ্রী ও শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ্ আফজা দিয়ে ইফতার করানো শুরু করেছে। এর অংশ হিসেবে রবিবার কাওরান বাজার সার্কফোয়ারা মোড়ে জ্যামে আটকে পড়া ঘরমুখো মানুষের মাঝে ইফতার সামগ্রী ও হালাল পানীয় শরবত রুহ্ আফজা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলাম, পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব আনিসুল হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে: কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব) এবং পরিচালক বিক্রয় সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়াসহ হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি সাতক্ষীরায় দম্পতির লাশ গাছের ডালে স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কালিগঞ্জের লক্ষ্মীনাথপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশে এক জামরুল গাছে দড়িতে ঝুলানো অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন লক্ষ্মীনাথপুর গ্রামের নুরুল আমির মোড়ল (৪৮) ও তার স্ত্রী জাহেদা খাতুন (৪০)। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী নুরুল আমিন তার স্ত্রী জহেদাকে হত্যার পর তিনি নিজেই আত্মহত্যা করেছেন। নিহত ওই দম্পতিই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চানাবাজার এলাকায় সোমবার রাতে চাঁদা আদায়ের সময় একটি খেলনা পিস্তল ও এক জোড়া হ্যান্ডকাপসহ তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর রিফিউজি পাড়ার গোলাম মোস্তফার ছেলে আতিকুল ইসলাম, সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর মহলার সফিকুল ইসলামের ছেলে শামিম রেজা। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৬ জুন ॥ উপজেলার আউড়িয়া গ্রামে পানিতে ডুবে সিয়াম নামে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। জানা গেছে, আউড়িয়া গ্রামের রেজাউল মোল্যার ছেলে সিয়াম (৪) পরিবারের সদস্যদের অজান্তে খেলা করতে গিয়ে তাদের বাড়ি সংলগ্ন রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
×