ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে লাশ নিয়ে থানা ঘেরাও

প্রকাশিত: ০৪:০০, ৭ জুন ২০১৭

সিরাজদিখানে লাশ নিয়ে থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে দেড় মাস চিকিৎসার পর অবশেষে মারা গেলেন আসলাম শেখ (৫৫)। মঙ্গলবার সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার লাশ নিয়ে সিরাজদিখান থানা ঘেরাও করে। একদিকে যখন থানা ঘেরাও চলছিল, তখন প্রতিপক্ষের লোকজন নিজেদের বাড়ি ভাংচুর করে আবারও নিহতের পরিবারকে ফাঁসাতে মামলার পাঁয়তারা করছিল। জানা যায়, সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামে গত ১৪ এপ্রিল জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। রশুনিয়া গ্রামের মৃত খলিল ব্যাপারীর ছেলে সোহেল রানা ও একই গ্রামের মৃত হযরত আলী শেখের ছেলে আসলাম শেখ এ দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত আসলাম শেখকে পঙ্গু, রেশমা বেগম ও নজরুল ইসলামকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্র্তি করা হয়। বাকি আয়শা বেগম, রবিউল শেখ, রানা শেখ, মতিন শেখ, ফিরোজ শেখ, রেবা বেগম, গর্ভবতী আমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে মিজানুর রহমান বাদী হয়ে এ্যাড. সোহেল রানা গংয়ের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি মামলা করেন। অপরদিকে সোহেল রানার পক্ষে থেকেও একটি মামলা করা হয়। এ ঘটনার দীর্ঘ এক মাস ২২ দিন পর মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় আসলাম শেখে মারা যায়। মৃত্যুর পর তার লাশ নিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে স্বজনরা সিরাজদিখান থানা ঘেরাও করে। এ সময় আসলাম শেখের মৃত্যুর সংবাদ শুনে তার পরিবারকে ফাঁসাতে সোহেল রানা ও তার লোকজন নিজেদের বাড়ি ভাংচুর শুরু করে। এ সংবাদ শুনে পুলিশ সোহেল রানার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পায়।
×