ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রিজের বাজারে সূক্ষ্ম কারচুপি

আয়তনের তুলনায় বড় দরজার ফ্রিজ কিনে ঠকছেন ক্রেতারা

প্রকাশিত: ০৩:৫৯, ৭ জুন ২০১৭

আয়তনের তুলনায় বড় দরজার ফ্রিজ কিনে ঠকছেন ক্রেতারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রোজা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে প্রতিবছরই ফ্রিজের চাহিদা ও বিক্রি বেড়ে যায়। এর সঙ্গে এবার যোগ হয়েছে দেশব্যাপী অস্বাভাবিক গরম। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার রমজানে ফ্রিজের চাহিদা একটু বেশি। আর এই বাড়তি চাহিদাকে পূঁজি করে স্থানীয় বাজার সয়লাব হয়ে গেছে আমদানিকৃত নিম্নমানের লোক ঠকানো ডিজাইনের ফ্রিজে। এসব ফ্রিজে ভেতরের আয়তন ছোট হলেও, সুকৌশলে বড় দরজা দেখিয়ে ক্রেতাদের ঠকাচ্ছেন কতিপয় অসাধু ব্যবসায়ী। রাজধানীতে ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ খুচরা ও পাইকারি বাজার ‘স্টেডিয়াম মার্কেট’ ঘুরে দেখা গেছে, অসহনীয় গরম, রোজা এবং ঈদকে কেন্দ্র করে ফ্রিজের সরবরাহ ও চাহিদা অনেক বেড়েছে। এই সুযোগে বাজার ভরে গছে নিম্নমানের ফ্রিজে। বেশি আয়তন, দামে সাশ্রয়ী- মনে করে এরকম ফ্রিজ কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। নামীদামি ব্র্যান্ডের একই মাপের ফ্রিজের তুলনায় এসব ফ্রিজের আয়তন অনেক বেশি দেখানো হচ্ছে। ভেতরের জায়গা কম থাকলেও ক্রেতাদের বলা হচ্ছে এর উল্টো। এভাবেই বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা জানান, ফ্রিজ কেনার সময় ক্রেতারা সাধারণত কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কত আয়তন, ভেতরে খাবার রাখার জায়গা কতটুকু এবং বিদ্যুত সাশ্রয়ী কিনা। আর বেশিরভাগ ক্ষেত্রে বিক্রয় প্রতিনিধিদের দেয়া তথ্যের ওপর ভিত্তি করেই ফ্রিজ কেনেন ক্রেতারা। এক্ষেত্রে, অসাধু বিক্রেতারা আমদানিকৃত নি¤œমানের লোক ঠকানো ডিজাইনের ফ্রিজের প্রকৃত আয়তনের চেয়ে অনেকটাই বাড়িয়ে বলে থাকেন। দেখতে মনে হয় ফ্রিজটি অনেক বড়। রূপালী ব্যাংকের পরিচালক ড. হাসিবুর রশীদ ঢাবি সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচিত অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক এবং রূপালী ব্যাংকের পরিচালক ড. মো. হাসিবুর রশীদ সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিজয়ী হয়েছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জানা গেছে, ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে নীল দলেরই ৩৩ জন বিপুল ভোটে জয়ী হন। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল থেকে মাত্র ২ জন নির্বাচিত হয়েছেন। এটিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ভরাডুবি হয়েছে বলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষকরা মন্তব্য করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট এক হাজার ৫৯০ ভোটারের মধ্যে এক হাজার ৪৪৪ জন ভোটার ভোট প্রদান করেছেন। নীল দলের ৩৪ জন এবং সাদা দলের ৩৫ প্রার্থী ভোটযুদ্ধে লড়েছেন।
×