ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসছে ১০০ ও ৫০০ টাকার নতুন নোট

প্রকাশিত: ০৩:৫৭, ৭ জুন ২০১৭

আসছে ১০০ ও ৫০০ টাকার নতুন নোট

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজারে আসছে ১০০ শতাংশ কটন কাগজে নতুন নিরাপত্তা সুতা সম্বলিত ১০০ ও ৫০০ টাকার ব্যাংক নোট। আগামী ১১ জুন রবিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরও সুদৃঢ় করতে বিদ্যমান কাগজের পরিবর্তে উন্নতমানের কোটিং করা দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত হবে এই নোট। এই নোটে গবর্নর ফজলে কবিরের সই থাকবে। ১০০ টাকার নোট হবে ১৪০ মিমি দৈর্ঘ্য এবং ৬২ মিমি প্রস্থের। আর ৫০০ টাকার নোট হবে ১৫২ মিমি দৈর্ঘ্য এবং ৬৫ মিমি প্রস্থের। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ১০০ টাকার নতুন নোটের সুতার দিকে সরাসরি তাকালে লাল ও উজ্জ্বল রূপালী বার এর সমন্বয় দেখা যাবে। আর ৫০০ টাকার সুতার দিকে তাকালে লাল ও উজ্জ্বল স্বর্ণালী বারের সমন্বয় মিলবে। নিরাপত্তা সুতায় আলোর বিপরীতে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’ এবং ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে। আবগারি শুল্ক নিয়ে ব্যাংকপাড়ায় আতঙ্ক অর্থনৈতিক রিপোর্টার ॥ আমানতের ওপর আবগারি শুল্ক আরোপ নিয়ে ব্যাংকপাড়ায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। গ্রাহকদের পাশাপাশি ব্যাংক কর্মকর্তারাও এই বিষয়টি নিয়ে বেশ শঙ্কায় আছেন। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে আলাপকালে এমন চিত্র পাওয়া গেছে। ব্যাংকের কর্মকর্তারা জানান, বাজেট পেশের পর থেকে গ্রাহকরা আসছেন স্থায়ী আমানতের ওপর আবগারি শুল্কের বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য। মেয়াদপূর্তির পর আসল টাকার সঙ্গে কিছু লাভ থাকবে, না লোকসান গুনতে হবে, এমন প্রশ্ন সবার।’ তিনি বলেন, ‘অনেকেই আমানতের টাকা উঠিয়ে নেয়ার জন্য আসছেন, তবে আমরা গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছি।’ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের গ্রাহক ও স্থায়ী আমানতকারী মিসেস সালমা বেগম জানান, ‘অর্থমন্ত্রীর ওপর রাগ করে আমানতের টাকা তুলে নিতে এসেছি। সোনালী ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করব।’ এদিকে বেসরকারী এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের মতিঝিল শাখায় দেখা গেছে, বেশ কয়েকজন গ্রাহক এসেছিলেন ব্যাংক থেকে আমানত তুলে নিতে। তবে ব্যাংক কর্মকর্তাদের আশ্বাসে তারা ফিরে গেছেন। অর্থমন্ত্রীর সমালোচনায় ছিল ব্যাংক কর্মকর্তাদের একটি বড় অংশ। আমানতে আবগারি শুল্ক আরোপের বিষয় সমালোচনা ছাড়াও সঞ্চয়পত্রের সুদ হার নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণাকে দেশের প্রচলিত নীতি পরিপন্থী বলে মনে করছেন অনেকে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গবর্নর বলেন, ‘সঞ্চয়পত্রের সুদহার কমানো বা বাড়ানো বিষয়ে জনসম্মুখে অগ্রিম জানানোটা প্রচলিত নীতি-পরিপন্থী।’ তিনি বলেন, ‘সুদহার নিয়ে অর্থমন্ত্রীর অগ্রিম জানানোর ফলে সঞ্চয়পত্র কেনার হিড়িক পড়ে গেছে।’ আবগারি শুল্কের বিষয়ে বৃহস্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে যে প্রস্তাবনা দিয়েছেন, তা পরিবর্তন হতে পারে, এমন গুঞ্জনও ছিল ব্যাংকগুলোতে। ডাচ্-বাংলা ব্যাংকের মতিঝিল বৈদেশিক শাখার গ্রাহক রফিকুল্লাহ বলেন, ‘দেখবেন বাজেট পাস হওয়ার সময় অর্থমন্ত্রীর প্রস্তাব পরিবর্তন করা হবে। আবগারি শুল্ক কমবে।’ এই আশায় তিনি আরও কিছুদিন তার আমানত ব্যাংকে রাখবেন বলেও জানালেন। তিনি বলেন, ‘এ বিষয়ে সার্কুলার জারি হবে। এরপর আবগারি শুল্ক কার্যকর করা হবে।
×