ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদেশী বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৬, ৭ জুন ২০১৭

বিদেশী বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের মে মাসে পুঁজিবাজারে বিদেশী পোর্টফোলিওতে লেনদেনের পরিমাণ বেড়েছে। গত এপ্রিল মাসের চেয়ে যা ৩.৩৮ শতাংশ বেশি। আলোচ্য মাসে বিদেশী পোর্টফোলিওতে লেনদেন হয়েছে ৮৯৬ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা। গত এপ্রিল মাসে যার পরিমাণ ছিল ৮৬৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মে মাসে বিদেশী পোর্টফোলিওগুলোতে মোট শেয়ার ক্রয় হয়েছে ৫২৫ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। যা এপ্রিল মাসে ছিল ৪৬৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসেবে মে মাসে শেয়ার ক্রয়ের হার বেড়েছে ১২ দশমিক ০৫ শতাংশ বা ৫৬ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার। আর আলোচ্য মাসে বিদেশী পোর্টফোলিওগুলোতে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৩৭১ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা। এপ্রিল মাসে এর পরিমাণ ছিল ৩৯৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসেবে শেয়ার বিক্রির হার কমেছে ৬ দশমিক ৮১ শতাংশ বা ২৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা। এ সময়ে বিদেশী পোর্টফোলিওতে শেয়ার বিক্রির চেয়ে ক্রয়ের পরিমাণ বেড়েছে; ১৫৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার বেশি ক্রয় করেছেন বিদেশীরা। গেইনারের শীর্ষে নূরানি ডাইং অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে নূরানি ডাইং এ্যান্ড সোয়েটার। এ দিন কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৬.৩২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার নূরানি ডাইং এ্যান্ড সোয়েটারের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৯ টাকা। যা মঙ্গলবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ২০.২০ টাকায়।
×