ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মন্টেনেগ্রো ন্যাটোর নয়া সদস্য, রাশিয়ার হুঁশিয়ারি

প্রকাশিত: ০৩:৫৫, ৭ জুন ২০১৭

মন্টেনেগ্রো ন্যাটোর নয়া সদস্য, রাশিয়ার হুঁশিয়ারি

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ মন্টেনেগ্রো সোমবার তারা আনুষ্ঠানিকভাবে ১৯৪৯ সালে গঠিত সামরিক জোটটির সদস্য হয় বলে রয়র্টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মন্টেনেগ্রোকে নিয়ে ন্যাটোর সদস্য সংখ্যা এখন ২৯। এক সময় যুগোসেøাভিয়ার অংশ থাকা মন্টেনেগ্রোর এই যোগদানের মাধ্যমে বলকান অঞ্চলে ন্যাটোর প্রভাব আরও বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি চাপ বাড়লো রাশিয়ার ওপর। মন্টেনেগ্রোর যোগদান নিয়ে ইতোমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ন্যাটোতে যোগদানের মধ্য দিয়ে মন্টেনেগ্রো ‘শত্রুতাপূর্ণ পথ’ বেছে নিয়েছে; দেশটি ‘রুশ বিরোধী হিস্টিরিয়ায়’ ভুগছে বলেও অভিযোগ করেছে মস্কো। -এএফপির। হাইটেক সানগ্লাস ব্রিটেনের বাজারে প্রবেশ করেছে স্ন্যাপচ্যাটের ‘স্পেকট্যাকলস’ নামে এক ধরনের সানগ্লাস। বিশেষ এই হাইটেক সানগ্লাসটি দিয়ে ভিডিও রেকর্ড ও শেয়ার করা যায়। সানগ্লাসে একটা ছোট ক্যামেরা বসানো রয়েছে। এতে ধারণ করা ভিডিও দেখলে মানুষের চোখ দিয়ে দেখা দৃশ্যের মতোই মনে হবে। -ইয়াহু নিউজ বিশ্ব-সংস্কৃতির মহোৎসব রবিবার বার্লিনে হয়ে গেল বিশ্ব-সংস্কৃতির মহোৎসব। সেখানে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নানা জাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতির সমাবেশ ঘটেছিল। সেদিন বিভিন্ন সংস্কৃতির মানুষের বর্ণাঢ্য জমকালো পোশাক আর সঙ্গীতের তালে বার্লিন হয়ে উঠেছিল ছন্দময় আর বর্ণিল। ১৯৯৫ সাল থেকেই এই মিছিলে অংশগ্রহণ করে আসছে জার্মানিতে বসবাসরত অভিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। বার্লিন শহরের প্রাণকেন্দ্র ক্রয়েজবার্গের হারমান স্কয়ার থেকে ছয় কিলোমিটার রাস্তাজুড়ে ছিল এই উৎসব। -ওয়েবসাইট
×