ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিল করুন ॥ সাদেক খান

প্রকাশিত: ০৩:৫৫, ৭ জুন ২০১৭

ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিল করুন ॥ সাদেক খান

লন্ডনের মেয়র সাদেক খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি টুইটে সমালোচিত হওয়ার পর ট্রাম্পের পরিকল্পিত যুক্তরাজ্য সফর বাতিলের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর গার্ডিয়ান অনলাইনের। সাদেক লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার প্রতি যেভাবে সাড়া দিয়েছেন তার সমালোচনা করেছেন ট্রাম্প প্রাথমিকভাবে, যদিও তিনি সমালোচনায় লন্ডনের মেয়রকে ভুলভাবে উদ্ধৃত করেছেন। সাদেকের অফিস থেকে পরে ট্রাম্পের ভুলটি উল্লেখ করা হয়েছে। কিন্তু, লন্ডনের মেয়রকে এক ‘দুঃখজনক ওজর’ দেখানোর জন্য অভিযুক্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে সাড়া দেন। সাদেক সোমবার চ্যানেল ফোর নিউজে বলেন, ‘অনেক কিছুর’ ব্যাপারে ট্রাম্প সঠিক নন এবং তাই, তার রাষ্ট্রীয় সফর বাতিল হওয়া উচিত। তিনি বলেন, আমি মনে করি না, মার্কিন প্রেসিডেন্টকে এ পরিস্থিতিতে লাল গালিচা অভ্যর্থনা জানানো উচিত আমাদের। আমরা যা চাইছি তার সবকিছুর বিরোধী তার নীতি। ট্রাম্পের তিরস্কারপূর্ণ সমালোচনা ব্রিটেনে অস্থায়ী মার্কিন রাষ্ট্রদূত লুইস লুকেনসের প্রতিও পরিহাস হিসেবে কাজ করেছে বলে মনে হয়। লুকেনস সাদেকের বিবৃতির পর এক রিটুইটে বলেছেন, আমি লন্ডনের মেয়রের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করি। তিনি বলেন, এ ঘৃণ্য হামলার পর তিনি এ শহরকে অগ্রগতির দিকে পরিচালিত করছেন। স্বাভাবিক সময়ে কোন সহযোগী দেশে স্বাগতিক মেয়রের সঙ্গে এ ধরনের সংহতি প্রকাশ বার্তায় গুরুত্ব পেত না। কিন্তু বার্তাটি ট্রাম্পের সমর্থকদের কাছে অনলাইনে এক প্রচ- উপহাস হিসেবে বিবেচিত হয়েছে। এতে লুকেনসের অনানুগত্য প্রকাশ পেয়েছে। কারও কারও মতে, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে ছেড়ে এক বিদেশী কর্মকর্তার প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন যে কর্মকর্তা একজন মুসলিম। অরুন্ধতী রায়ের নতুন উপন্যাস বাজারে এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার বাজারে এসেছে অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস’। প্রথম উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’ এর ২০ বছর পর দ্বিতীয় উপন্যাসটি প্রকাশিত হয়েছে। ‘দ্য গড অব স্মল থিংসের’ জন্য অরুন্ধতী বুকার পুরস্কার এবং বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন। তিনিই প্রথম ভারতীয় নারী লেখক যিনি এ মর্যাদাপূর্ণ পুরস্কার পান। -এএফপি
×