ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাসে আগুন দেয়ার মামলায় আলালসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৮:৪০, ৬ জুন ২০১৭

বাসে আগুন দেয়ার  মামলায় আলালসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন

কোর্ট রিপোর্টার ॥ বাসে আগুন দেয়ার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। পল্টন থানার ওই মামলায় গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির অভিযোগ গঠনের এই আদেশ দেন এবং ২৭ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল রাজধানীর পল্টন থানাধীন নয়াপল্টন এলাকায় অনাবিল পরিবহনের বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক জাকির হোসেন একটি মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৫ অক্টোবর পল্টন থানার উপ-পরিদর্শক শফিউর রহমান ২৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। মামলার অপর আসামিরা হলেন- বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু ও শফিউল বারী বাবু, মীর শরাফত আলী শফু, সাইফুল আলম নীরব, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার, আসাদুজ্জামান নেছার, সাইফুল ইসলাম, হাবিবুর রশিদ, রফিকুল আলম মজনু, আবুল মনসুর খান, কামাল আনোয়ার আহমেদ, ইয়াসিন আলী, হামিদুর রহমান, এসএম জাহাঙ্গীর, হাসান মামুন, আ ক ম মোজাম্মেল হক, শহিদুল ইসলাম বাবুল, ওবাইদুল হক নাসির, আবদুল মতিন, নূর সালাম, আলী রেজাউর রহমান ও সুমন।
×