ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বনানীর ধর্ষণ মামলা

সাকিব-নাঈমের জামিন আবেদন ফের নাকচ

প্রকাশিত: ০৮:৪০, ৬ জুন ২০১৭

সাকিব-নাঈমের জামিন আবেদন ফের নাকচ

কোর্ট রিপোর্টার ॥ বনানীর ধর্ষণ মামলার আসামি সাদমান সাকিব ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন অগ্রাহ্য করেন। এর আগে মামলাটিতে আসামিদের জামিন আবেদন ঢাকা সিএমএম আদালত একাধিবার নামঞ্জুর হয়। গত ১২ মে সিএমএম আদালত আসামি সাদমান সাকিবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। ওই রিমান্ড শেষে গত ১৮ মে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেই ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। একইদিন নাঈমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২৫ মে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে মামলার অপর আসামি সাফাত আহমদ ও তার গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদও কারাগারে রয়েছে। গত ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। এরপর ৬ মে বনানী থানায় পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। দেরিতে মামলা দায়েরের কারণ উল্লেখ করে বলা হয়, বাসায় দেহরক্ষী পাঠিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। ধর্ষিতরা ভয়ে এবং লোকলজ্জার কারণে এবং মানসিক অসুস্থতা কাটিয়ে উঠে পরে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন। মামলায় বলা হয়, আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ একাধিকবার তাদের ধর্ষণ করেন। ধর্ষণ করার সময় আসামি সাফাত গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও চিত্র ধারণ করান।
×