ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

প্রকাশিত: ০৮:৩৮, ৬ জুন ২০১৭

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০১৭’। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, সভা-সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা-সেমিনারে করা হয়েছে প্রকৃতির বন্দনা। প্রকৃতিকে আর বশে আনা হয়, বরং প্রকৃতির বন্ধু হয়ে উঠার কথা বলেছেন অনেকেই। তারা বলেন, প্রকৃতি কোন ভৌগোলিক সীমারেখা মানে না। তাই বিচ্ছিন্নভাবে কেউ পরিবেশ রক্ষা করতে পারবে না। ফলে পরিবেশ রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পরিবেশ দিবস উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। মানিক মিয়া এ্যাভিনিউস্থ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হয়ে র‌্যালিটি পুনরায় কেআইবি চত্বরে এসে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে বিকেলে কেআইবি অডিটরিয়ামে ‘কানেক্টিং পিপল টু নেচার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পৃথিবীতে বিচ্ছিন্নভাবে কেউ পরিবেশ রক্ষা করতে পারবে না। পরিবেশ রক্ষা করতে হবে সম্মিলিতভাবে। তিনি বলেন, অনেকেই বলেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশ তলিয়ে যাবে। তখন আমি বলি, এককভাবে শুধু আমরা তলিয়ে যাব এমনটি নয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে এর প্রভাব পড়বে সারা বিশ্বেই। তিনি আরও বলেন, আমি বন মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ে এনজিওর কোন ভিড় নেই। আমি তাদের বলেছিলাম তোমরা তোমাদের মতো কাজ করে, আমরা আমাদের মতো। ধৈর্যের বিকল্প নেই, পরিবর্তন নিজেই আসবে। কেআইবির সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন কেআইবির মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ শহীদুর রশিদ ভূঁইয়া। এতে আরও বক্তব্য রাখেন ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কৃষিবিদ জিয়াউল হক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন প্রমুখ। ওই অনুষ্ঠানে কেআইবির পক্ষ থেকে দুই শিশুর হাতে দুটি বৃক্ষ তুলে দেয়া হয়। এদিকে, দিবসটি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিন হয়ে লেকচার থিয়েটারের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালিতে অংশ নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তন বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি’ শীর্ষক এক বির্তক অনুষ্ঠিত হয়। এতে সাভার উচ্চ বিদ্যালয়, আধার চন্দ্র উচ্চ বিদ্যালয় সাভার, নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়, মরগান উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ, মিরপুর বালিকা আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ও মিরপুর আইডিয়াল স্কুলের বিতার্কিকরা অংশ নেয়। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন। পরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেনÑ উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন। তিনি বলেন, প্রকৃতি কোন ভৌগোলিক সীমারেখা মানে না। আর এটাই আমাদের জন্য শিক্ষার বিষয়। প্রকৃতির এ শিক্ষা নিয়ে আমাদের পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। আমার দেখতে চাই পৃথিবীর ৭৫০ কোটি মানুষ এক ও অভিন্ন।
×