ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৭, ৬ জুন ২০১৭

টুকরো খবর

অটোরিক্সার কাঁচে চালকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বটতল এলাকায় নিজের অটোরিক্সার কাচে গলা কেটে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক চালকের। নিহত অটোরিক্সা চালকের নাম কিরণ। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, অটোরিক্সাটি দ্রুতগতিতে চলার সময় অক্সিজেন মোড়ের বটতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে টেক্সির সামনের কাচ ভেঙ্গে চালকের গলায় আঘাত করে। মারাত্মকভাবে গলাকাটা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিরণকে মৃত ঘোষণা করেন। বাঘায় বিএনপি নেতার ওপর হামলা ॥ আটক এক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশফাকুদ্দৌলার ওপর রবিবার রাত সাড়ে নয়টার দিকে হামলা হয়েছে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরুখ খান সবুজকে আটক করেছে পুলিশ। রাতেই তাদের আটক করা হয়। আহত আশফাকুদ্দৌলা জানান, তিনি রবিবার রাত সাড়ে নয়টার দিকে বাঘার নারায়ণপুর বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরুখ খান সবুজের নেতৃত্বে ৪/৫ জনের দল চাইনিজ কুড়াল, হাতুড়, রডসহ অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। ময়মনসিংহে সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতা রাশেদুজ্জামান রুমান (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর একটি দল সোমবার বিকেলে শহরের গন্ড্রপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫৭ হাজার ১০০ টাকাসহ ১টি বিদেশী রিভলবার, একটি পিস্তলের ১টি ম্যাগজিন, রামদা, চাপাতি ও ছোরা উদ্ধার করে। র‌্যাব জানায়, রুমানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। কীটনাশক খেয়ে কলেজছাত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মিতা মজুমদার (২২) নামে এক কলেজছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। সোমবার ভোর সোয়া ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিতা মজুমদার যশোর মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি চৌগাছা উপজেলার মাধবপুর গ্রামের মংলা হালদারের মেয়ে। পেকুয়ায় অস্ত্রসহ দুই যুবক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া টইটং কাটা পাহাড় এলাকা থেকে দুটি অস্ত্র, দশ রাউন্ড কার্তুজ এবং দুটি কিরিচসহ ইসমাইল ও আবুল বশর নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় পেকুয়া থানার একদল পুলিশ এ অভিযান চালায়। টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিত বালি উত্তোলনে বাধা দেয়ায় হোসেনকে গুলি করে ইসমাইল। বাউফলে যুবক আটক নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ জুন ॥ নাশকতাকারী সন্দেহে আবদুল জলিলের ধরে হাত-পা ভেঙ্গে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কলাপাড়া উপজেলার মহিপুরের সুধিরপুর গ্রামে বাড়ি। জানা গেছে, রবিবার রাত সাড়ে ১২টার সময় তিন যুবক বগা ইউনিয়নের হোগলা ব্রিজের কাছে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে। এর মধ্যে দুইজন দৌড়ে পালিয়ে গেলে জালিলকে তারা প্লাস্টিকের পটে ৩-৪ লিটার কেরোসিনসহ ধরে গণধোলাই দিয়ে ডান হাত ও বাম পা ভেঙ্গে দেয়।
×