ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা কর্মকর্তাকে লাথি মারলেন প্রধান শিক্ষক!

প্রকাশিত: ০৬:০৭, ৬ জুন ২০১৭

শিক্ষা কর্মকর্তাকে লাথি মারলেন প্রধান শিক্ষক!

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ ফান্ডের) পরিকল্পনা প্রতিবেদনে ভুল থাকায় তা সংশোধন করতে বলায় কিশোরীগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাহের মোঃ সাইফুর রহমানকে ক্ষিপ্ত হয়ে লাথি মারলেন উত্তর দুড়াকুটি ময়দানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম। সোমবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। ঘটনা ঘটিয়ে ওই প্রধান শিক্ষক গা-ঢাকা দেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তারা সকলে ওই প্রধান শিক্ষকের বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছে। অভিযোগে জানা যায়, ঘটনার সময় ওই প্রধান শিক্ষক তার স্কুলের ২০১৭ সালের স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যানের পরিকল্পনা জমা দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে আসেন। পরিকল্পনার প্রতিবেদন তিনি জমা দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাহের মোঃ সাইফুর রহমানের কাছে। প্রতিবেদনটি জমা নেয়ার আগে তা যাচাই বাছাই করার সময় ভুল বের হয়। যা সংশোধন করে জমা দিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে প্রধান শিক্ষক। এরপর প্রধান শিক্ষক চেয়ারে বসে থাকা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লাথি দিয়ে চেয়ার হতে অফিস কক্ষের মেঝেতে ফেলে দিলে অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ছুটে আসে। চট্টগ্রাম আদালতে পুলিশের মালখানায় অগ্নিকা- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের মালখানায় অগ্নিকা-ে সোমবার দুপুরে ব্যাপক আতঙ্কে সৃষ্টি করে। এতে মামলাসহ বিভিন্ন মামলার কিছু আলামত বিনষ্ট হলেও বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে দুটি গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে অগ্নিকা-ের সূত্রপাত বলে ধারণা করা হলেও কারও কারও মতে, মালখানায় রাখা বিস্ফোরক দ্রব্য থেকেও আগুন লেগে থাকতে পারে। সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামে সৌদি প্রবাসী সোহরাব হোসেনের বাড়িতে রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দলের হামলায় দুইজন আহত হয়েছে। জানা গেছে, উপজেলা বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী সোহরাব হোসেনের বাড়িতে রবিবার রাতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। তারা বাড়ির সবাইকে জিম্মি করে ঘরের আলমারিতে থাকা নগদ টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শিক্ষাবৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ জুন ॥ সোনালী ব্যাংক লিমিটেড মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে। সোমবার সকালে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদুর রহমান কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনোজ কুমার সাহা, সিনিয়র অফিসার এসএম আলতাফ হোসেন। এ বছর দুই কৃতী শিক্ষার্থীকে ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা প্রদান করেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন, সরকারী সারদাসুন্দরী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জেনিয়া ইসলাম ও ফরিদপুর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী মাসাউন্নাহার বনানী। ঢেউটিন বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৫ জুন ॥ পীরগঞ্জ উপজেলার এক্তিয়ারপুর গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে সোমবার দুপুরে ৪ বান্ডিল ঢেউটিন ও ১২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে এসব ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান একরামুল হক, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
×