ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড় ভাইয়ের মতো একই পরিণতির দিকে ছোট ভাইও?

প্রকাশিত: ০৬:০৬, ৬ জুন ২০১৭

বড় ভাইয়ের মতো একই পরিণতির দিকে ছোট ভাইও?

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদরের চাউলিয়া গ্রামের আলিম উদ্দিনকে বাড়ি থেকে তুলে নেয়ার ২৩ দিন পর ৩০ মে লাশের সন্ধান পেয়েছিলেন স্বজনরা। বলা হয় তিনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আলিম খুনের চারদিন পর ছোট ভাই রনিকে একই স্টাইলে বাড়ি থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে অজ্ঞাতরা। তারও সন্ধান পাচ্ছে না স্বজনরা। এ ঘটনার পর বড় ভাই আলিমের মতো রনির পরিণতিও কী একই হতে যাচ্ছেÑ এলাকায় এমন কানাঘুষা চলছে। এ আশঙ্কা থেকে স্বজনদের মধ্যে চলছে আহাজারি। শোকাহত পরিবারে সমবেদনা জানাতে এসে কাঁদছেন প্রতিবেশীরা। রনি সদর উপজেলার চাউলিয়া গ্রামে মৃত সলেমান ম-লের ছেলে। ২০ বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গহরামপুর গ্রাম ছেড়ে সলেমান যশোর সদরের চাউলিয়া এসে জমি কিনে পাঁচ ছেলে তিন মেয়েসহ বসবাস শুরু করেন। এলাকাবাসীর ভাষ্য মতে, ৬ মে রাত ১২টার সময় সলেমান ম-লের বড় ছেলে আলিম উদ্দিনকে সাদা পোশাকধারী ব্যক্তিরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও সন্ধান পায়নি। অবশেষে গত ৩০ মে পত্রপত্রিকার মাধ্যমে তারা জানতে পারে আলিম উদ্দিন চরমপন্থী দলের সদস্য। র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি চুয়াডাঙ্গায় নিহত হয়েছেন। তিস্তা সেচ খালে মাছ চাষের সিদ্ধান্ত তাহমিন হক ববী, তিস্তা ব্যারাজ ডালিয়া থেকে ॥ তিস্তা ব্যারেজ প্রকল্পে সেচের পাশাপাশি এবার প্রধান সেচ ক্যানেলে মাছ চাষ শুরু হয়েছে। এতে বছরে বিপুল পরিমাণ আয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে মানুষের আমিষের চাহিদা পূরণসহ কমান্ড এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে। সোমবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ অবসর ভবনের সম্মেলন কক্ষে তিস্তা ব্যারেজ প্রকল্পের (প্রথম পর্যায়) আওতায় সেচ খালে সুষ্ঠু মাছচাষ কার্যক্রম পরিচালনার নিমিত্তে পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য বিভাগের যৌথসভা শেষে বিষয়টি উপস্থিত সাংবাদিকদের অবগত করা হয়। ওই সভার সভাপতি পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চল সার্কেল-২ এর প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ ও মৎস্য অধিদফতরের রংপুর বিভাগের উপ-পরিচালক রকিব উদ্দিন বিশ্বাস জানান, তিস্তা সেচ প্রকল্পের প্রধান সেচ খালে মাছ চাষে মৎস্য অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তারই আলোকে এবার ১০৬ কিলোমিটার দীর্ঘ প্রধান সেচে খালের মধ্যে ৭৯ কিলোমিটার সেচ খালে মাছের পোনা ছাড়া হয়। এ জন্য কমান্ড এলাকার তিন হাজার ৩৪৭ পরিবারের সদস্যকে উপকারভোগী তালিকাভুক্তি করা হয়েছে।
×