ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ২৫ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত: ০৬:০৫, ৬ জুন ২০১৭

চট্টগ্রামে ২৫ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হিলভিউ হাউসিং সোসাইটি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রিসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, হিলভিউ হাউসিং সোসাইটির একটি বাড়িতে অসাধু একটি চক্র সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপির ব্যবসা চালিয়ে আসছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল রবিবার রাত ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। গ্রেফতার করে মোঃ সোহেল চৌধুরী নামের একজনকে। সোহেলের বাড়ি হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চর গ্রামে। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রি, যার মধ্যে রয়েছে ১১টি চ্যানেল ব্যাংক, ৫টি সিপিইউ, ৫টি এলইডি মনিটর, ১টি ল্যাপটপ, ১টি হার্ডডিস্ক, ১টি কুলিং স্টেশন, ৬টি ইউপিএস, ১৭৮টি জিএসএম এন্টেনা, ১৩৯টি ইনডোর এন্টেনা, ৪টি টিপি লিংক রাউটার, ৫টি ওয়াইফাই মডেম, ১৪টি পাওয়ার কেবল, ১৯টি বিভিন্ন ধরনের চার্জার, বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২০৫টি সিমকার্র্ড। শ্রীনগরে দু’গ্রুপে গোলাগুলি ॥ গ্রেফতার দুই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার রাত আটটার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের গাবলতা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে রামদাসহ ১ জন ও রাতে অভিযান চালিয়ে আরেক জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শ্রীনগর থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোলাপাড়া ইউনিয়নের গাবতলা এলাকার রিজাওয়ার গ্রুপ ও রাঢ়িখাল ইউনিয়নের তিন দোকান এলাকার শান্ত-প্রান্ত গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে রবিবার সন্ধ্যা রাতে আধিপত্য বিস্তারের জন্য দু’গ্রুপই মাঠে নামে। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে দু’গ্রুপই অন্তত ১০-১২ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে কেউ হতাহত না হলেও ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে শান্ত-প্রান্ত গ্রুপের সাইফুর রহমান সাঈদ নামে একজনকে রামদাসহ আটক করে। সাঈদের বাড়ি উপজেলার কামারগাঁও এলাকায়। সে শান্ত-প্রান্ত গ্রুপের ভাড়াটিয়া। রবিবার রাতে শ্রীনগর থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে ১৫-২০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলার পর অভিযানে নামে পুলিশ। এ সময় কোলাপাড়া এলাকা থেকে রেজাওয়ান গ্রুপের প্রধান রেজাওয়ানকে গ্রেফতার করা হয়।
×