ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় রংপুরে দুই বাসযাত্রী নিহত

প্রকাশিত: ০৬:০৫, ৬ জুন ২০১৭

সড়ক দুর্ঘটনায় রংপুরে দুই বাসযাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৫ জুন ॥ ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজ এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ বাসযাত্রী। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খালেক পরিবহনের বাসের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সোনার মদীনা পরিবনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খালেক এন্টারপ্রাইজের বাসের ড্রাইভার আনোয়ার হোসেন নিহত ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়। গোদাগাড়ীতে যুবক স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, গোদাগাড়ী উপজেলার সাবদিপুর এলাকায় বিআরটিসির বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মুরসালিন হোসেন (২৫)। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, সকালে রাজশাহী থেকে বিআরটিসি বাসটি গোদাগাড়ী হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। গোদাগাড়ী উপজেলার সাবদিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ডান পাশে উল্টে খাদে পড়ে যায়। সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় রাস্তা পার হওয়ার সময় যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় (৬৫) বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬টায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শ্রমিক লীগ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে হামলা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরের দক্ষিণ সুরমাস্থ বাস টার্মিনালে শ্রমিকলীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে পরিবহন শ্রমিকরা হামলায় শ্রমিকলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বাস টার্মিনালের ভেতরে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগ এবং মহানগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড শ্রমিকলীগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও মহানগর শাখার আহ্বায়ক এজাজুল হক এজাজ, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুস সাত্তার, আজিজুর রহমান, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ টিপুসহ নেতাকর্মীরা যোগ দেন। এই সময় অনুষ্ঠানে পরিবহন শ্রমিকরা হামলা চালায়।
×