ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে লক্ষাধিক মানুষ পানিবন্দী

বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশিত: ০৬:০৫, ৬ জুন ২০১৭

বন্যা পরিস্থিতির অবনতি

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৫ জুন ॥ প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি ঘটেছে। মনুনদীর ৬ স্থানের ভাঙ্গন দিয়ে ও ধলাই নদীর নতুন এবং পুরাতন ৫টি ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমিসহ সবজিক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। কয়েক দিনের ভারি বর্ষণে কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার ১০টি স্থানে মনু ও ধলাইনদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে বন্যায় আক্রান্ত এলাকার লক্ষাধিক মানুষ। কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর, টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া ও রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর ও কামারচাক ইউনিয়নের ভোলানগর চাটি কোনাগাঁও এবং কোনাগাঁও এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে গিয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে ঐ এলাকার ৬০টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকার মানুষ খোলা আকাশের নিচে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। অপরদিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও নাজাতকোনা নতুন করে ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ করছে। এ ছাড়া কমলগঞ্জ পৌর এলাকার পুরাতন ভাঙ্গন দিয়ে উত্তর আলেপুর, বাদে করিমপুর ও করিমপুর এলাকায় ধলাই নদীর ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ করে অন্ততপক্ষে ৪০ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। তিন উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমিসহ সবজিক্ষেত। স্থানীয়দের অভিযোগ ভাঙ্গন দেখে পানি উন্নয়ন বোর্ডকে জানালে কোন উদ্যোগ নেয়নি। এলাকার সাধারণ মানুষের উদ্যেগে বাঁধ রক্ষার চেষ্টা করেন তারা। পানি উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী মখলিছুর রহমান জানান মনু নদী মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় বিকেল ৫টায় বিপদ সীমার ৭৩ সেঃ মিঃ ওপর দিয়ে ও মনু রেলওয়ে সেতুর কাছে ৭৩ সেঃ মিঃ বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে কমলগঞ্জে ধলাই নদীর পানি বিপদ সীমার ২১ সেঃ মিঃ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া চাতলাপুর, টগরপুর, কামারচাক, রনচাপ, ভাঙ্গারহাটসহ আরও কয়েকটি স্থানে মনু প্ররিক্ষা বাঁধে ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ রয়েছে।
×