ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় পরিবহন শ্রমিকদের ১২ ঘণ্টার আলটিমেটাম

প্রকাশিত: ০৬:০৪, ৬ জুন ২০১৭

মাগুরায় পরিবহন শ্রমিকদের ১২ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ জুন ॥ বাসচালক শেখ সুজনের হত্যার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা মাগুরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শেখ সুজনের হত্যা মামলার আসামিদের গ্রেফতারের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শ্রমিকরা। অন্যথায় মঙ্গলবার থেকে ঢাকা খুলনা রুটসহ সবরুটে বাসচলাচল বন্ধের হুমকি দিয়েছে। নিহত বাসচালক শেখ সুজন সোমবার ভোরে ঢাকা মেডিক্যালে মারা যান। তার বাড়ি মাগুরার পারলা গ্রামে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার মালিক গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা বাসচালক শেখ সুজনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। প্রথমে মাগুরা হাসপাতালে, অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নরসিংদীতে আওয়ামী লীগ নেতা কাইয়ুম গ্রেফতার স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ যুবলীগ কর্মী রাহাত সরকার হত্যা মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস এস এম কাইয়ুমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে শহরের বাসাইলের শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্যক্তিগত কাজে এসএম কাইয়ুম ঢাকা যাচ্ছিল বলে তার স্বজনরা জানিয়েছে। উল্লেখ্য, গত ৬ মে নরসিংদী জেলা যুবলীগের সম্মেলনের আগের দিন শনিবার রাতে মাধবদী থানার নগর বানিয়াদি ঈদগাহের নিকট থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরের দিন লাশটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে আনা হলে শহরের রাঙ্গামাটিয়া এলাকার ব্যবসায়ী জসিম উদ্দীন সরকারের পুত্র ও জেলা যুবলীগ কর্মী রাহাত সরকারে লাশ বলে শনাক্ত করে তার স্বজনরা। ঘটনার তিনদিন পর নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস ও আওয়ামী লীগ নেতা এসএম কাইয়ুমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। চরাঞ্চলে বিদ্যুতায়ন সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৫ জুন ॥ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল চরের তিন শ’ পরিবার অন্ধকার থেকে আলোতে ফিরলো। সোমবার সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত সমিতি, বেলকুচি জোনাল অফিস কর্তৃপক্ষ বিদ্যুতায়ন উদ্বোধন করে। ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, পরিচালক খোরশেদ আলম, ডিজিএম আব্দুল বারীসহ অন্য নেতৃবৃন্দ। ২০ লাখ টাকার হেরোইন জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্ত থেকে ২০ লাখ টাকার এক কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ওয়াবদা ঘাটের পদ্মা নদীর চর থেকে হেরোইনগুলো জব্দ করা হয়। রাজশাহী বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহলদল অভিযান চালিয়ে হেরোইনগুলো জব্দ করে।
×