ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একটি ব্রিজের জন্য আর কত অপেক্ষা!

প্রকাশিত: ০৬:০৪, ৬ জুন ২০১৭

একটি ব্রিজের জন্য আর কত অপেক্ষা!

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ আত্রাইয়ে ব্রিজের অভাবে যুগ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে কাঠ-বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয় কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। বর্তমান সরকারের সময় সারাদেশে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগলেও আজ পর্যন্ত নির্মিত হয়নি ঝনঝনিয়া-কালিগ্রাম রতনদাঁড়ার ওপর ব্রিজ। আত্রাই উপজেলার ১ নং শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া রতনদাঁড়ার ওপর নির্মিত লক্কড়ঝক্কড় বাঁশ ও কাঠের তৈরি সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে কৃষক-শ্রমিক স্কুল শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। ছোটডাঙ্গা, ঝনঝনিয়া, কালিগ্রাম, কাশিমপুর, পারকৃষ্ণপুরসহ বেশ কয়েকটা গ্রামের লোকজনকে পারাপার হতে হয় এ সাঁকো দিয়ে। ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর আসা-যাওয়ার জন্য এ সাঁকো ব্যবহার করতে হয়। সাঁকোটি একযুগ পূর্বে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মাণ করা হলেও কৃষিপণ্য পরিবহনের উপযোগী না হওয়ায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজভাবে বাজারজাত করতে পারে না। ফলে তারা বঞ্চিত হয় নায্যমূল্য প্রাপ্তি থেকে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে ব্রিজ নির্মাণের। এখানে ব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচন ঘটবে। কোমলমতি ছাত্র-ছাত্রীসহ এলাকার সকল সাধারণ মানুষ পাবে যোগাযোগের সুফল। আমতলীতে শিক্ষক অপসারণ ॥ প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ জুন ॥ মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কবিরকে অপসারণের প্রতিবাদে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন করেছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপি দিয়েছে। আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কবিরকে ব্যবস্থাপনা কমিটি গত ২৭ মে অপসারিত করে ওই পদে মোঃ দেলওয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করে। এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় উপজেলা চত্বরে শিক্ষক সমিতি ও অভিভাবকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। প্রবীণ শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি আবদুল রশিদ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ শিক্ষক দেলোয়ার হোসেন, আবদুল জব্বার মিয়া, আবু হানিফ, শাহনেওয়াজ আক্তার পপি, মোয়াজ্জেম হোসেন, বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।
×