ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশাল

৩৩ দিনে ২৭ লাশ উদ্ধার!

প্রকাশিত: ০৬:০৩, ৬ জুন ২০১৭

৩৩ দিনে ২৭ লাশ উদ্ধার!

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ গত ৩৩ দিনে বরিশাল অঞ্চলে ২৭ লাশ উদ্ধার করেছে পুলিশ। যা শুধু হত্যাকা- কিংবা রহস্যজনক মৃত্যু। এসব লাশের তদন্ত করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। উদ্ধার অনেক লাশের রহস্য আদৌ বের করা সম্ভব হয়নি। ফলে বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে স্বজনরা। তবে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি দাবি করেছেন, প্রতিটি লাশ উদ্ধারের ঘটনা যথাযথভাবে তদন্ত করা হচ্ছে। পারিবারিক কলহ বেড়ে যাওয়ায় হত্যাকা- কিংবা আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্রমতে, জুন মাসের সর্বশেষ হত্যাকা-ের ঘটনা ঘটেছে গত ২ জুন গভীর রাতে বরিশাল বিভাগের ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে। ওই গ্রামের বেলাল হোসেন পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী শাহানা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে এ হত্যাকা-কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গভীর রাতে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনে পুড়ে মারা যায় তার শিশুকন্যা মোহনা। অগ্নিকা-ে বেলালের স্ত্রীর লাশও পুড়ে যায়। পুলিশ অভিযুক্ত বেলালকে আটক করেছে। একই দিন সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রাম থেকে পুলিশ আব্দুল বারেক মোল্লা নামের মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে একই এলাকার দারুল সুন্নাহ্ দাখিল মাদ্রাসার শিক্ষক বারেক মোল্লা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত ১ জুন রাতে ভোলার লালমোহনে যৌতুকের জন্য তিথি বেগম নামের গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, গত মে মাসের ৩১ দিনে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে ২৩ লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে প্রাথমিক অবস্থাতেই হত্যাকা-ের শিকার লাশের সংখ্যাই বেশি। গত মাসে সর্বশেষ ৩১ মে পটুয়াখালীর দুমকি উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের বারেক মোল্লার ছেলে ব্যবসায়ী ফোরকান মোল্লাকে গলা কেটে হত্যা করে দুবৃত্তরা। ৩০ মে ঝালকাঠীর রাজাপুর এলাকার খোকন সরকার নিখোঁজের তিন দিন পর বাবুগঞ্জের মীরগঞ্জ সড়কের পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ২৮ মে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের পুকুরের ঘাটলার নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। ২৫ মে হিজলার মেমোনিয়া খাল থেকে নিলুফা বেগম নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ২৪ মে পটুয়াখালীর মির্জাগঞ্জে কালাম হাওলাদার, ১৯ মে নিখোঁজের ১৫ দিন পর পিরোজপুরে রোজিনা আক্তার মায়া নামের একজনের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। একই দিন মুলাদী উপজেলার ছবিপুর গ্রামে একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছে প্রেমিক সোহেল হাওলাদার ও প্রেমিকা জান্নাতুল ফেরদৌস প্রিয়া। ১৮ মে মঠবাড়ীয়ায় জাহাঙ্গীর হোসেন ও সাগরিকার লাশ উদ্ধার করা হয়। ১৭ মে বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ভাতশালা গ্রামে ইমরান হাওলাদার, ১৬ মে গৌরনদীর বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল হালদার ওরফে কমল কান্তর লাশ উদ্ধার করা হয়। ১৪ মে বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আতিকুর রহমান সজিব নিখোঁজের দুইদিন পর কীর্তনখোলা নদী থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন আগৈলঝাড়ার ঘোড়ারপাড় গ্রাম থেকে রেবেকা দেউরীর, ১৩ মে বরগুনা সদর উপজেলায় সুস্মিতা জাহান ইলোরা, ১২ মে উজিরপুরের ধামুরা ডিগ্রী কলেজের ছাত্র সুজন চন্দ্র হাওলাদার ও কলাপাড়ায় ৯ বছরের শিশু মাইনুলের লাশ উদ্ধার করা হয়। ১১ মে নগরীর কালিবাড়ি রোডের সোনারতরী বাসভবন থেকে স্কুলছাত্রী সংঘমিত্র বিশ্বাস প্রমি, ১০ মে মঠবাড়ীয়ায় নির্মাণ শ্রমিক, একই দিন বরগুনা সদর উপজেলার কুমড়াখালী গ্রাম থেকে রুবেল শিকদার ৮ মে মঠবাড়ীয়ার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের আয়শা বেগমের লাশ উদ্ধার করা হয়। ৭ মে পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী সাকিব নিহত হয়। ৪ মে বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডে সন্ত্রাসী হামলায় আহত হওয়ার চারদিন পর আজাদ নামের নির্মাণ শ্রমিক মারা যায়। ৩ মে নগরীর ভাটারখাল এলাকায় কলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমন নামে পথশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন ভোলার দৌলতখান উপজেলায় ছাদেক নামে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এ ব্যাপারে বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মোহাম্মাদ মারুফ হাসান বলেন, প্রতিটি লাশ উদ্ধারের ঘটনা তদন্ত হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও আটকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পুলিশের কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত বরিশাল বিভাগে বড় ধরনের নাশকতা ঘটেনি। তবে পারিবারিক কলহ বেড়ে যাওয়ায় এসব ঘটনা ঘটছে।
×