ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ

প্রকাশিত: ০৬:০২, ৬ জুন ২০১৭

রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ

দেশের জনসাধারণের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকল্পে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে জনগণের স্বাস্থ্যসম্মত খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকল্পে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কতিপয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে সর্বসাধারণের নিরাপদ খাদ্যপ্রাপ্তির লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার কাওরান বাজার হতে এই কার্যক্রমের উদ্বোধন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপদ খাদ্যপ্রাপ্তি জনগণের মৌলিক অধিকার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের জনগণের এই মৌলিক অধিকার রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ সময় ভ্রাম্যমাণ সজ্জিত পিকআপ ভ্যানে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, বুকলেট বিতরণ করা হয়। পবিত্র রমজান মাস জুড়ে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। -বিজ্ঞপ্তি
×