ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ আটে নাদাল, জোকোভিচ

প্রকাশিত: ০৬:০০, ৬ জুন ২০১৭

শেষ আটে নাদাল, জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে ২০০৫ সালে অভিষেক ঘটেছিল রাফায়েল নাদালের। এরপর থেকেই দুর্বার স্পেনের এই টেনিস তারকা। অভিষেকের পর থেকে রোঁলা গ্যারোয় মাত্র দুটি ম্যাচে হেরেছেন তিনি। সেইসঙ্গে গড়েন রেকর্ড নবম শিরোপা জয়ের রেকর্ড। নাদালের সামনে এবার গ্র্যান্ডসøামের একক ইভেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে দশম শিরোপা জয়ের হাতছানি। সেই পথে সঠিকভাবেই এগুচ্ছেন এই স্প্যানিয়ার্ড। রবিবার দারুণ জয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন তিনি। চতুর্থ রাউন্ডে রাফায়েল নাদাল এদিন হারান রবার্তো বাতিস্তা অগাটকে। সেইসঙ্গে রেকর্ড ১১ বারের মতো ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন নয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। এদিন শেষ আটে জায়গা করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচও। রোঁলা গ্যারোতে নাদাল তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে স্বদেশী ১৭তম বাছাই রবার্তো বাতিস্তাকে ৬-১, ৬-২, ৬-২ গেমের সরাসরি সেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এর ফলে প্যারিসে রজার ফেদেরারের শেষ আটে ওঠার রেকর্ডকে স্পর্শ করেছেন নাদাল। ১৪ বারের গ্র্যান্ডসøাম জয়ী নাদাল এখন প্রথম খেলোয়াড় হিসেবে একটি গ্র্যান্ডসø্যামের ১০ বারের বিজয়ী হওয়ার পথে অন্যতম ফেবারিট হিসেবেই এগিয়ে চলেছেন। ম্যাচ শেষে নাদাল বলেন, ‘আমি দারুণ খুশি। কারণ রবার্তো খুবই ভাল খেলোয়াড়। আরেকবার কোয়ার্টার ফাইনালে খেলাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সম্ভবত যেভাবে আমি খেলি তা খেলতে পারিনি। কিন্তু তারপরেও আমি ভাল খেলেছি।’ শেষ চারে জায়গা করে নিতে চতুর্থ বাছাই নাদালের পরবর্তী প্রতিপক্ষ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলা স্বদেশী পাবলো কারেনো বুস্তা। ২০তম বাছাই বুস্তা পঞ্চম বাছাই কানাডিয়ান মিলোস রাওনিককে ৪-৬, ৭-৬ (৭/২), ৬-৭, (৬/৮), ৬-৪, ৮-৬ গেমের কঠিন লড়াইয়ে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন। এদিকে ১১ বারের কোয়ার্টার ফাইনালিস্ট জোকোভিচ স্প্যানিশ আলবার্ট রামোস-ভিনোলাসকে ৭-৬ (৭/৫), ৬-১, ৬-৩ গেমে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছেন। প্রথম সেট জিততে এই সার্বিয়ানের ৭৫ মিনিট সময় লাগলেও পরের দুই সেটে রামোস-ভিনোলাসকে আর দাঁড়াতেই দেননি।
×