ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে সিমোনা

প্রকাশিত: ০৫:৫৯, ৬ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো তারকারা এবার খেলেননি। ফ্রেঞ্চ ওপেনের শুরুতে বিদায় নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এ্যাঞ্জেলিক কারবারও। সেই ধারাবাহিকতা ধরে রেখে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেত্রা কেভিতোভা-এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কারাও। রবিবার হতাশ করলেন ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজাও। চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন তিনিও। স্বাগতিক ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে হার মানলেন স্পেনের এই টেনিস তারকা। টুর্নামেন্টের ১৩তম বাছাই মাদেনোভিচ এদিন কঠিন লড়াইয়ের পর ৬-১, ৩-৬ এবং ৬-৩ গেমে গারবিন মুগুরজাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন। এর মাধ্যমে ১৯৯৪ সালের পর প্যারিসের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো দুই ফরাসী মহিলা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন। শুধু তাই নয়, এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোন গ্র্যান্ডসøামের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলেন তিনি। এর আগে ২০১৫ সালের ইউএস ওপেনের শেষ আটে খেলেছিলেন মাদেনোভিচ। বর্তমান চ্যাম্পিয়নকে পরাজিত করে উচ্ছ্বাসের জোয়াড়ে ভাসছেন তিনি। কিন্তু হতাশায় ডুবছেন গারবিন মুগুরুজা। ২০০০ সালে সর্বশেষ কোন ফ্রান্সের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বাদ পেয়েছিলেন মেরি পিয়ার্স। এরপর আর কোন স্বাগতিক খেলোয়াড়ই এই টুর্নামেন্টের ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি। তবে এবার দুই জন কোয়ার্টার ফাইনালের টিকেট কাটায় দারুণ সুযোগ ফ্রান্সের। পারবে কী স্বাগতিকরা? সেটাই এখন দেখার বিষয়। তবে সেমিফাইনালে উঠার পথে ফ্রেঞ্চ ওপেনের পরবর্তী রাউন্ডে মাদেনোভিচ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কিকে। ৩০তম বাছাই বাসিনস্কি এদিন অঘটনের জন্ম দিয়েছেন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে। এদিন তিনি ৫-৭, ৬-২ এবং ৬-১ গেমে হারান ফ্রেঞ্চ ওপেনের ২০০২ সালের রানার্সআপ ভেনাস উইলিয়ামসকে। ফ্রেঞ্চ ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সিমোনা হ্যালেপও। রোমানিয়ার এই টেনিস তারকা এদিন ৬-১ এবং ৬-১ সেটে রীতিমতো উড়িয়েই দেন স্পেনের ২১তম বাছাই কার্লা সুয়ারেজ নাভারোকে। এছাড়াও ফরাসী ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি এবং লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। টুর্নামেন্টের ১১তম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি এদিন ২০০৯ সালের চ্যাম্পিয়ন সভেতলনা কুজনেতসোভাকে হারিয়ে শেষ আটের টিকেট কাটেন। তবে জয়টা খুব সহজে আসেনি ড্যানিশ তারকার। দীর্ঘ লড়াইয়ের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এদিন ৬-১, ৪-৬ এবং ৬-২ গেমে কুজনেতসোভাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শেষ আট নিশ্চিত করেন। ২০১০ সালের পর এবারই প্রথম প্যারিস ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ওজনিয়াকি। গত এক দশকেরও বেশি সময় ধরে টেনিস কোর্টের আলোচিত নাম ওজনিয়াকি। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত মেজর কোন শিরোপা যোগ করতে পারেননি তার নামের পাশে। তবে এবারই তার দারুণ সুযোগ। কেননা টুর্নামেন্টের সাবেক দুই চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভারা এবার খেলছেন না। তারকাদের অনুপস্থিতিতে ড্যানিশ টেনিস তারকা কী পারবেন নিজেকে মেলে ধরতে? সেটা বলবে সময়।
×