ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিরোপা লড়াইয়ে আজ দুই আবাহনী

প্রকাশিত: ০৫:৫৯, ৬ জুন ২০১৭

শিরোপা লড়াইয়ে আজ দুই আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন ফেডারেশন কাপ’ ফুটবলের ফাইনাল ম্যাচ আজ। মজার বিষয় হচ্ছেÑ ফাইনালে যেই জিতুক, শিরোপা যাচ্ছে আবাহনীর ঘরেই। পাঠক নিশ্চয়ই বিভ্রান্তিতে পড়ে গেলেন? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই মর্যাদার দ্বৈরথে মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড বনাম চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এখন পরিষ্কার হলো তো? ফাইনাল উপলক্ষে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের সম্মেলন কক্ষে ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং দুই দলের কোচ এবং অধিনায়ক। ঢাকা আবাহনী এই আসরের মোট নয়বারের চ্যাম্পিয়ন। গত আসরেও চ্যাম্পিয়ন তারা। আজ জিতলে ঢাকা মোহামেডানের সমকক্ষতা অর্জন করবে তারা। মোহামেডান এ আসরের সর্বাধিক ১০ বারের শিরোপাধারী। এছাড়া গত মৌসুমের লীগ, ফেডারেশন কাপ এবং চলতি ফেডারেশন কাপ মিলে তারা টানা ৩০ ম্যাচে অপরাজিত আছে। পক্ষান্তরে চট্টগ্রাম আবাহনী তাদের ক্লাব ইতিহাসে এবারই প্রথম এ আসরের ফাইনালে খেলছে। সেক্ষেত্রে ফাইনালে জিতলে তারা প্রথমবারের মতো কাপে চুমু খাবার কৃতিত্ব অর্জন করবে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন নিয়ম অনুযায়ী প্রিমিয়ার লীগ নয়, এখন থেকে এএফসি কাপে যোগ্যতা অর্জনের জন্য প্রতিটি দেশের ক্লাবকে জিততে হবে নিজ দেশের ফেডারেশন কাপের শিরোপা। সে অনুযায়ী আজকের ফাইনাল হচ্ছে দুই আবাহনীর এএফসি কাপে কোয়ালিফাই করার গুরুত্বপূর্ণ লড়াইও বটে। গত ফেডারেশন কাপে দুই আবাহনী মুখোমুখি না হলেও হয়েছিল স্বাধীনতা কাপের ফাইনালে। সে ম্যাচে ২-০ গোলে ঢাকাকে হারিয়ে শিরোপা জিতেছিল চট্টগ্রাম। এছাড়া গত প্রিমিয়ার লীগের প্রথম সাক্ষাতে দু’দল ড্র করেছিল ১-১ গোলে। ফিরতি মোকাবেলায় অবশ্য ২-১ গোলে জিতেছিল ঢাকা আবাহনীই। ঢাকা আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ সংবাদ সম্মেলনে দারুণ ক্ষোভ ঝেরেছেন ফেডারেশন কাপের খেলার সূচী নিয়ে, ‘গত ৫ দিনে এএফসি কাপের ম্যাচসহ আমাদের তিন ম্যাচ খেলতে হয়েছে। ফলে আমার খেলোয়াড়রা খুবই ক্লান্ত এবং চাপগ্রস্ত। ফেডারেশন কাপের খেলা তো ছিল আজই (সোমবার)। বাফুফে এটা একদিন পিছিয়ে দিয়েছে। যদি না দিত, তাহলে তো দলকে মাঠেই নামাতে পারতাম না। যেখানে একটি ম্যাচ খেলে পুরো দলের রিকভারি করতে কমপক্ষে ৭২ ঘণ্টা সময় লাগে, সেখানে আমাদের ৫ দিনে ৩ ম্যাচ খেলাটা কতটা যৌক্তিক? এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা এবং সার্বিকভাবে ফুটবলের জন্য এটা মোটেও ভাল কিছু নয়। এভাবে চললে তো বাংলাদেশের ফুটবল কখনই উন্নতি করবে না। আশা করি বাফুফে পরবর্তীতে এ বিষয়গুলোর দিকে নজর দেবে।’ ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ কোচ মামিচ আরও যোগ করেন, ‘তারপরও আমরা গত তিন ম্যাচে অনেক ভাল খেলেছি। দল কিছুটা হলেও রিকভারি করেছে। আমি খুবই খুশি যে আমার দল ফাইনালে উঠেছে। কিন্তু কখনও চাইব না যে ফাইনাল ম্যাচে ৪৫ মিনিট শেষ হতেই আমার দলের ৪-৫ ফুটবলার বলবে যে কোচ আমরা আর পারছি না। ৫ দিনে তিন ম্যাচ খেলোয়াড়দের রিকভারিতে কিছুটা হলেও প্রভাব ফেলবে।’ মামিচ মনে করেন ফাইনালটা তাদের জন্য হবে খুবই কঠিন ম্যাচ, ‘দুঃখজনকভাবে আমি চট্টগ্রাম আবাহনীর কোন ম্যাচ দেখতে পারিনি। এখন দেখলাম তারা বেশ শক্তিশালী দল। তারা নিজেদের সর্বোচ্চ দেবে কাপ জিততে। তবে শিরোপা জিততে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’ দলের কোন ফুটবলার ইনজুরিতে আছেন কিনা, কেউ কার্ড খরায় ভুগছেন কিনাÑ এ নিয়ে মামিচ কোন মন্তব্য করতে রাজি হননি। আবাহনীর অধিনায়ক ডিফেন্ডার মামুন মিয়া বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে শিরোপা নিজেদের ঘরে রাখার। এখনও যেহেতু ১৪-১৫ ঘণ্টা সময় আছে, আশা করি রিকভার হয়ে যাবে। এখন ম্যাচটা নিয়েই ভাবছি আমরা। তবে শিরোপা ধরে রাখতে মোটেই চাপে নেই আমরা।’ অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটুও খুব খুশি ফাইনালে পৌঁছতে পেরে, ‘ফাইনাল পর্যন্ত আসতে পারাটা গর্বের বিষয়। দেড় মাসের প্রস্তুতি ছিল আমাদের। লীগের আগে এটা আমাদের ওয়ার্মআপ টুর্নামেন্ট। অনেকটাই উন্নতি করেছি। আমরা ফাইনালে জিততে চাই। এজন্য সর্বোচ্চ চেষ্টার কোন বিকল্প নেই।’ জ্বরের কারণে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার সার্ভিস ফাইনালে পাবে না বন্দরনগরীর দল। তবে নাইজিরিয়ান ডিফেন্ডার এ্যালিসন উদুকার একই সমস্যা থাকলেও তিনি ফাইনালে খেলবেন বলে জানান টিটু। দলীয় অধিনায়ক-উইঙ্গার জাহিদ হোসেন বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের যেসব টাফ ম্যাচ ছিল (প্রতিপক্ষ মোহামেডান, আরামবাগ, রহমতগঞ্জ) সেগুলোর সবই জিতেছি। সে তুলনায় ফাইনাল ম্যাচটা বরং অনেক সহজ মনে হচ্ছে। তবে প্রতিপক্ষ দলেরও শিরোপা জেতার সমান সুযোগ আছে। সব দলেই ২/১ জন ফুটবলার থাকেন, যারা ম্যাচের ভাগ্য গড়ে দেন। আমাদের দলেও তেমন খেলোয়াড় আছে। তাই আমি শিরোপা জিততে আশাবাদী। আমরা আত্মবিশ^াস নিয়ে এবং দলবদ্ধ হয়েই খেলব।’ কোচ টিটু বলেন, ‘চাপের ইতিবাচক ও নেতিবাচক দুটো দিকই আছে। আমি মনে করি ফাইনালের আগে আমরা যদি চাপে থাকি, সেটা আমাদের বরং আরও ভাল খেললে প্রেরণা যোগাবে। ঢাকা আবাহনী এ আসরের অন্যতম সেরা দল। গত মৌসুমে তারা দুটি শিরোপার অধিকারী। সম্প্রতি তারা এএফসি কাপের কিছু ম্যাচে খুব ভাল খেলেছে। এটা তাদের প্লাস পয়েন্ট। তাই তাদের হারানোটা সহজ হবে না। আবাহনী হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। গ্রুপে ১-১ গোলে ড্র করে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এছাড়া ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। কোয়ার্টারে তারা ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। সেমিতে শেখ জামালকে হারায় ১-০ গোলে। চট্টগ্রাম আবাহনী শেষ চারে এসেছে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। নিজেদের গ্রুপ ম্যাচে তারা হারায় ২-১ গোলে মোহামেডান এবং ২-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে। কোয়ার্টারে টাইব্রেকারে ৪-২ (১-১) গোলে হারায় শেখ রাসেলকে। সেমিতে ১-০ গোলে হারায় রহতমগঞ্জকে। এখন দেখার বিষয়, আজকের ফাইনালের শিরোপা কোন দল নিজেদের করে নিতে পারে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা ॥ ওয়ালটন ফেডারেশন কাপের এটা ২৯তম আসর। আজকের ফাইনালের জন্য টিকেটের ব্যবস্থা থাকছে দর্শকদের জন্য। সাধারণ গ্যালারি ২০ টাকা এবং ভিআইপি গ্যালারি ৫০ টাকা। অংশগ্রহণ বাবদ ১ লাখ টাকা করে পাচ্ছে ক্লাবগুলো। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাকে বড় এবং ভালমানের রেফ্রিজারেটর দেয়া হবে।
×