ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকায় নতুন ফুটবল কোচ অর্ড

প্রকাশিত: ০৫:৫৮, ৬ জুন ২০১৭

ঢাকায় নতুন ফুটবল কোচ অর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার রাতে বিমানযোগে ঢাকা এসেছেন বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন কোচ ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী এ্যান্ড্রু অর্ড। বাফুফের পূর্ব ভাষ্যমতে জুনের প্রথম সপ্তাহে বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেই কাজ শুরু করার কথা ৩৭ বছর বয়সী অর্ডের। নতুন এই কোচকে এক বছরের জন্য নিয়োগ দেবে বাফুফে। ছয় মাসের মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে যেতে পারবেন না। তেমনি বাফুফেও তাকে বরখাস্ত করতে পারবে না। এক বছর পর উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। আপাতত জাতীয় দলের কোন খেলা নেই। তবে এএফসির বয়সভিত্তিক দুটি টুর্নামেন্ট আছে এ বছর। আপাতত দুটি বয়সভিত্তিক (অ-২৩ এবং অ-১৯) কাজ দিয়ে শুরু হবে অর্ডের বাংলাদেশ মিশন। এরপর সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ (হোম এ্যান্ড এ্যাওয়ে), ডিসেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং ২০১৮ সালের মাঝামাঝি সাফ চ্যাম্পিয়নশিপ ... আপাতত এই হচ্ছে অর্ডের কাজ। বাংলাদেশের আগে কোন জাতীয় দলের কোচ হিসেবে ‘এএফসি প্রফেশনাল লাইসেন্সধারী’ অর্ডের কোন অভিজ্ঞতা নেই। সর্বশেষ ২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়ার দল পার্থ গ্লোরির সহকারী কোচ হিসেবে ছিলেন তিনি। যার মেয়াদ শেষ হয় গত ৩১ মে। ২০১০ সালে থাইল্যান্ডের দল বেক তেরো সাসানার কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন অর্ড। ওই বছরেই মিয়ানমারের ইয়াংগুন ইউনাইটেড এফসির একাডেমি ডিরেক্টরের পদে যোগ দেন। ২০১২ সালে দায়িত্ব নেন থাইল্যান্ডেরই মুয়াং থং ইউনাইটেডের অনুর্ধ-২১ দলের। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার অর্ড খেলোয়াড়ি জীবনে (১৯৯৫-২০০০) ছিলেন সেন্টার ব্যাক। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুটি সেমি-প্রফেশনাল ক্লাবে খেলেছেন। কখনও জাতীয় দলে খেলেননি অর্ড। কোচিংয়ে সাফল্য বলতে ২০১১ সালে থাইল্যান্ডে এফএ যুব কাপে বেক তেরো সাসানাকে চ্যাম্পিয়ন করানো এবং ২০১৩ সালে রিজিওনাল লিগ ডিভিশন টুতে মুয়াং থং ইউনাইটেডকে রানার্সআপ করানো।
×