ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রোনাল্ডোই যোগ্য ফিফা বর্ষসেরার’

প্রকাশিত: ০৫:৫৮, ৬ জুন ২০১৭

‘রোনাল্ডোই যোগ্য ফিফা বর্ষসেরার’

স্পোর্টস রিপোর্টার ॥ চারদিকে এখন শুধুই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রশংসা। পর্তুগীজ সুপারস্টার যা করেছেন তাতে এটাই স্বাভাবিক। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন রেকর্ড চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি। এরপর অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আগামী ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর রোনাল্ডোই ঝুলিতেই যাচ্ছে। এমনটা বলছেন প্রায় সবাই। বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ইতোমধ্যে ইংল্যান্ডের কার্ডিফ থেকে নিজ দেশে স্পেনে ফিরেছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে বিজয়ী বীরদের রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। সেখানে ৮১ হাজার দর্শক রোনাল্ডো, মার্সেলো, ইস্কো, মডরিচ, ক্রুসদের ফুলের ভালবাসায় সিক্ত করেন। সবাই একই সুরে বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোই জিতবে ব্যালন ডি’অর। দারুণ ফুরফুরে মেজাজে থাকা পর্তুগীজ সুপারস্টারের এবারের মিশন ফিফা কনফেডারেশন্স কাপ। চলতি মাসেই শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর। এখানে চ্যাম্পিয়ন হওয়ার দিকেই এখন মনোনিবেশ করতে চান ৩২ বছর বয়সী রোনাল্ডো। ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে ফিফা ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো। ২০১৭ সালের পুরস্কারটাও তার শোকেসে যাচ্ছে বলে ধারণা করছেন সবাই। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বলেন, ক্রিশ্চিয়ানোর চেয়ে এই পুরস্কার পাওয়ার বেশি যোগ্য আর কেউ নেই। আমরা খুবই খুশি। আমরা জিতেছি, আমরা অনেক ভাল খেলেছি। কার্ডিফ থেকে মাদ্রিদে ফিরে বিরোচিত অভ্যর্থনায় সিক্ত হয়েছে রিয়াল টিম। হোমভেন্যু সান্টিয়াগো বার্নাব্যুতে যাওয়ার আগে ছাদখোলা বাসে সমর্থকদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উদযাপনে মাতেন রামোস, নাভাসরা। টাউন হলে রিয়াল খেলোয়াড়দের অভিবাদন জানান মাদ্রিদের মেয়র। রাস্তায় অপেক্ষায় থাকেন বিপুল পরিমাণ ভক্ত-সমর্থক। বিজয়ের বেশে মাদ্রিদের রাস্তা প্রদক্ষিণ করেন ফুটবলারারা। এর আগে পাঁচ বছরের খরা কাটিয়ে রিয়ালের লা লিগ শিরোপা পুনরুদ্ধারে এমন উল্লাসের উপলক্ষ পায় মাদ্রিদ। চারপাশ ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ সেøাগানে মুখরিত হয়ে উঠে। সাদা পতাকায় ছেয়ে যায় সিটি সেন্টার। সাদা বাসে শোভা পায় ‘চ্যাম্পিয়নস ১২’ ম্যাসেজ। রাজধানীর সিবেলেস চত্বরে মূর্তির পাশে দাঁড়িয়ে উৎফুল্ল ভক্তদের জন্য গর্বের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক সার্জিও রামোস ও মার্সেলো। সমর্থকদের সামনে রেখে মাদ্রিদ ব্যালকনিতে ট্রফির সঙ্গে পোজ দেয়া একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন রামোস। ক্যাপশন জুড়ে দেন, ‘ইট’স ?অ্যাওয়ার্স, ইট’স ইউরস!’ সতীর্থ গ্যারেথ বেলও সোস্যাল মিডিয়া পোস্টে ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপনের ছবি দিয়ে অভিমত ব্যক্ত করেন। সমর্থকদের সঙ্গে উদযাপনে মাতার আগে শুরুতে মাদ্রিদের সিটি হলে প্লেয়ারদের স্বাগত জানানো হয়। মাদ্রিদের আঞ্চলিক সরকার প্রধান ক্রিশ্চিনা সিফুয়েন্টেস বিজয়ী বীরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার হাতে ক্লাবের ১২তম ইউরোপিয়ান ট্রফি জয়ের সৌজন্য জার্সি তুলে দেন রামোস। সিটি মেয়র ম্যানুয়েলা কার্মেনা নিজের নামে জার্সি উপহার পান। জার্সি গায়ে পোজ দেয়ার আগে রামোসের সঙ্গে ট্রফি তুলে ধরেন সিফুয়েন্টেস। এভাবেই রাত নেমে আসে মাদ্রিদে। আতশবাজি ও লাইটিংয়ে ভরপুর বার্নাব্যু স্টেডিয়ামের মাঝে স্টেজে সমর্থকরা তাদের হিরোদের বক্তব্য উপভোগ করেন। চ্যাম্পিয়ন্স লীগের চতুর্থ শিরোপা জয়ের পর রোনাল্ডোর এখন নিজেকে তরুণের মতোই মনে হচ্ছে। এ কারণে আসন্ন কনফেডারেশন্স কাপে জাতীয় দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন পতুগীজ এই ফরোয়ার্ড। মৌসুম শেষ হওয়ায় অধিকাংশ খেলোয়াড়ই এখন ছুটি কাটাবেন। রোনাল্ডোর সে সুযোগ নেই। পর্তুগালের হয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে লড়তে হবে এবার। রিয়াল তারকাও জানালেন মৌসুম যতই লম্বা হোক, তার অনুপ্রেরণার কমতি নেই। রোনাল্ডো বলেন, দুই বা তিন দিনের বিশ্রাম নেয়ার সময় আছে আমার।
×