ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাইট শেয়ার ছাড়বে ইফাদ অটো

প্রকাশিত: ০৫:৫৬, ৬ জুন ২০১৭

রাইট শেয়ার ছাড়বে ইফাদ অটো

রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ। রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসই আরও জানিয়েছে, ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে প্রতিটি রাইট শেয়ার ছাড়বে ইফাদ অটোস লিমিটেড। প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার ছাড়বে কোম্পানিটি। সূত্র জানিয়েছে, রাইট শেয়ার ছাড়ার বিষয়ে শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৫ জুলাই বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর জন্য রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ৩ জুলাই।-অর্থনৈতিক রিপোর্টার ব্যাটারি ব্যবসায় বিনিয়োগ করবে কনফিডেন্স সিমেন্ট পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ব্যাটারি ব্যবসায় বিনিয়োগ করবে। সম্প্রতি কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ‘কনফিডেন্স ব্যাটারিস লি:’ এর ৪৯ শতাংশ শেয়ার অর্থাৎ ২৪ হাজার ৫০০টি শেয়ারে ২ লাখ ৪৫ হাজার টাকা বিনিয়োগ করবে। প্রসঙ্গত, সর্বশেষ ৯ মাসে অর্থাৎ জুলাই ২০১৬ থেকে মার্চ ২০১৭ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭১ পয়সা। যা এর আগের বছর ছিল ৭ টাকা ১০ পয়সা। সর্বশেষ ৩ মাসে অর্থাৎ জানুয়ারি ২০১৭ থেকে মার্চ ২০১৭ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ২৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৭৭ টাকা ৯৫ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×