ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌর প্যানেলের আমদানি শুল্ক প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০৫:৫৬, ৬ জুন ২০১৭

 সৌর প্যানেলের আমদানি শুল্ক প্রত্যাহার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘ঘরে ঘরে বিদ্যুত’ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সৌর প্যানেলের ওপর প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোলার এ্যান্ড রিনিউবেল এনার্জী এ্যাসোসিয়েসন, ইডকলপিও ফোরাম, বাংলাদেশ সোলার এনার্জী সোসাইটি ও সোলার মিনিগ্রিড এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সোমবার এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা অনুযায়ী যেখানে দেশীয় শিল্পকে রক্ষার জন্য পূর্ণাঙ্গ সৌর প্যানেল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে যা সর্বসাকুল্যে আমদানি ব্যয় প্রায় ৩৭.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর ফলে চূড়ান্ত ভোক্তা পর্যায়ে পৌঁছাতে সৌর পণ্যের দাম ৪৫-৫০ শতাংশ বাড়বে। যার ফলে সরকারের গৃহীত নি¤েœাক্ত লক্ষ্যমাত্রা অর্জনও অসম্ভব হয়ে পড়বে এবং একই সঙ্গে চলমান প্রকল্পসমূহ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের নীতিমালা অনুযায়ী ২০২০ সালের মধ্যে ৩০০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার ১০% নবায়নযোগ্য জ্বালানি থেকে অর্থাৎ ৩০০০ মেগাওয়াট বিদ্যুত নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে যার সিংহভাগই সৌর বিদ্যুত থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা আছে। দেশীয় শিল্পকে সহায়তা করার প্রয়াশে বাজেটে সৌর প্যানেল আমদানিতে প্রস্তাবিত শুল্ক আরোপের বিরোধিতা করেন সংগঠনের নেতারা। তারা বলেন, দেশের মোট চাহিদার তুলনায় দেশীয় গুটিকয়েক কোম্পানি মিলেমাত্র ১০ শতাংশ সংযোজন করার সক্ষমতা আছে। এ ক্ষেত্রে আমদানি শুল্ক আরোপ করা কোন ক্রমেই কাম্য নয়। দেশে প্রতিটি প্যানেল সংযোজন করার ১০০% কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়, যেখানে মূল্য সংযোজনের পরিমাণ অতিনগণ্য।
×