ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজার নিয়ে সুস্পষ্ট কৌশল বাজেটে নেই ॥ সিএসই

প্রকাশিত: ০৫:৫৬, ৬ জুন ২০১৭

পুঁজিবাজার নিয়ে সুস্পষ্ট কৌশল বাজেটে নেই ॥ সিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ে সুস্পষ্ট কোন কৌশল বাজেটে নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। সোমবার সিএসইর ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার নিয়ে কোন সুস্পষ্ট নির্দেশনা কিংবা কোন সমন্বিত উদ্যোগ নেই। এ ধরনের একটি কৌশল এবারের বাজেটে থাকা উচিত ছিল। এম সাইফুর রহমান মজুমদার বলেন, আগামী ৩ বছরে আমাদের পুঁজিবাজারে কত কোম্পানি তালিকাভুক্ত হবে, আমাদের বাজারে গভীরতা কত হবে, পুঁজিবাজার কোন পর্যায়ে নিয়ে যাওয়া হবে; এমন কোন সুস্পষ্ট কৌশল নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, পুঁজিবাজারে বিদেশী কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই বরং অনেক ক্ষেত্রে ছাড়ের ওপর আছে। আইনী সংস্কার করে বাজারে আনার ব্যবস্থা করা দরকার। সে সংক্রান্ত নির্দেশনাও বাজেটে নেই। তিনি আরও বলেন, এক কথায় বলতে গেলে পুঁজিবাজার পরিপন্থী এমন কিছু বাজেটে নেই; আবার বাজার স্থিতিশীল হবে এমন কিছুও নেই। আমরা জাতীয় রাজস্ব বোর্ডে যেসব প্রস্তাব দিয়েছিলাম। তা কোনভাবেই বিবেচনায় আনা হয়নি। এখন পুঁজিবাজার কি স্থিতিশীল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও বাজার নিশ্চিত স্থিতিশীল অবস্থানে আসেনি; স্বাভাবিক ট্রেড ভলিয়ম বাড়েনি। আরও নতুন প্রোডাক্ট বাজারে আনতে হবে। গুণগত মানসম্মত কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। এগুলোর জন্য একটি সমন্বিত উদ্যোগ কিংবা কৌশল নির্ধারণ করা দরকার; যা বাজেটে অনুপস্থিত। আবগারি শুল্ক নিয়ে তিনি বলেন, বাজেটে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। অনেকে মনে করছেন এখন ব্যাংক এই অলস অর্থ পুঁজিবাজারে আনবে। তবে আমি মনে করি এর সঙ্গে পুঁজিবাজারের কোন সম্পর্ক নেই। পুঁজিবাজার স্থিতিশীল হলে এবং বিনিয়োগকারীদের মাঝে আস্থা বাড়লে এমনিতেই নতুন ফান্ড বাজারে আসবে।
×