ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার থেকে নতুন নোটের বিনিময় শুরু হবে, চলবে ২২ জুন পর্যন্ত

বাজারে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

প্রকাশিত: ০৫:৫৫, ৬ জুন ২০১৭

বাজারে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

রহিম শেখ ॥ ঈদ আসলেই নতুন নোটের চাহিদা বাড়ে কয়েকগুণ। বিশেষ করে ঈদের সেলামি, বকশিস, ফিতরা, দান-খয়রাত প্রভৃতির জন্য নতুন টাকা সংগ্রহ করে মানুষ। এ বিষয়টি মাথায় রেখে প্রতিবছর ঈদের আগে পর্যাপ্ত নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এবারও ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক নতুন পুরনো মিলে ২৫ হাজার কোটি টাকার নোট ছাড়ার পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে সমান সংখ্যক পুরনো নোট বাজার থেকে তুলে নেয়া হয়। আগামী বৃহস্পতিবার থেকে নতুন নোটের বিনিময় শুরু হবে, যা চলবে ২২ জুন পর্যন্ত। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব শাখা অফিসের পাশাপাশি সারাদেশের বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখায় নতুন নোট বিনিময় হবে। তবে রাজধানীতে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় নতুন নোট পাওয়া যাবে। এবার একজনে সর্বোচ্চ ৮ হাজার ৭০০ টাকার কাগুজে নতুন বিনিময় করে নিতে পারবেন। এর বাইরে যতখুশি ১, ২ ও ৫ টাকার কয়েন (ধাতব মুদ্রা) নেয়ারও সুযোগ রাখছে বাংলাদেশ ব্যাংক। তবে মৌসুমি ব্যবসায়ী ও দালালদের উৎপাত বন্ধে এবারও নতুন নোট দেয়ার আগে বায়োমেট্রিক পদ্ধতিতে প্রত্যেকের আঙুলে অমোচনীয় কালির ছাপ দেয়া হবে। যাতে একাধিকবার কেউ নতুন নোট নিতে না পারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, এবারের ঈদে মোট ২৫ হাজার কোটি টাকার নোট বিনিময়ের প্রস্তুতি রয়েছে। এর মধ্যে একদম নতুন নোট রয়েছে ১৫ হাজার কোটি টাকার বেশি। বাকিটা পুরনো তথা রি-ইস্যু নোট। একইসঙ্গে ঈদে জাল নোটের প্রচলন প্রতিরোধে প্রতিটি নোট যাচাই করে গ্রাহকদের দেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, এবারও নতুন নোট বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে ৩টি কাউন্টার খোলা হচ্ছে। মৌসুমি ব্যবসায়ী ও দালাল রুখতে বায়োমেট্রিক ফিঙ্গার ভেইন পদ্ধতিতে নতুন নোট বিনিময় করা হবে। যাতে একই ব্যক্তি বারবার নতুন টাকা নিতে না পারে। বাংলাদেশ ব্যাংকের বিভাগীয় শাখা অফিস চট্টগ্রাম, খুলনা ও সিলেটেও তিনটি করে কাউন্টার থাকছে। আর বরিশাল, রংপুর ও রাজশাহীতে থাকছে দুটি করে কাউন্টার। এছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, বরিশাল, রংপুর ও রাজশাহীতে ও ময়মংসিংহে অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ন্যূনতম ৩ শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় হবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসের পাশাপাশি এবারও ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এসব শাখার সবগুলোতে ২, ৫, ১০, ২০ ও ৫০ টকা মূল্যমানের নতুন নোট বিনিময় হবে। তবে কেউ চাইলে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট ও ১, ২ ও ৫ টাকার কয়েনও নিতে পারবে। এবার একজন ব্যক্তি সর্বোচ্চ ৮ হাজার ৭০০ টাকার নতুন নোট বদলে নিতে পারবেন। এর মধ্যে ২, ৫, ১০, ২০, ৫০ টাকা একটি করে প্যাকেট রয়েছে। এবার যেসব ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় হবে সেগুলোর মধ্যে রয়েছেÑজনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা নিউমার্কেট শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, সাউথইষ্ট ব্যাংকের কাওরানবাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের শ্যামলী শাখা, ডাচ্ বাংলা ব্যাংকের (এসএমই এগ্রিকালচার) দক্ষিনখান শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা ও ব্যাংক এশিয়ার ধানম-ি শাখা। গেল রোজার ঈদে নতুন-পুরনো মিলে প্রায় ৩৫ হাজার কোটি টাকার নতুন নোট ও কয়েন বিনিময়ের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ছাড়াও ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে এই নতুন বিনিময় করা হয়েছিল।
×