ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টানা পাঁচদিন পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৫:৫৫, ৬ জুন ২০১৭

টানা পাঁচদিন পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উর্ধমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে টানা পাঁচ কার্যদিবসে বাজারে সূচক বাড়ল। আর সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। তবে বাজেট পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারে বিশেষ কোন প্রণোদনা না থাকলেও নতুন করে করারোপ করা হয়নি, যা বিনিয়োগকারীরা ইতিবাচক হিসেবে দেখছেন। এছাড়া ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানো এবং সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণাতেও বিনিয়োগকারীরা আবারও বাজারমুখী হচ্ছেন। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৫৯৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩৫ কোটি ৮৯ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৪৬০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, লঙ্কাবাংলা ফিন্যান্স, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটো, ইফাদ অটো, বে´িমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, এ্যাপোলো ইস্পাত ও ইউনাইটেড পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এ্যাপোলো ইস্পাত, পেনিনসুলা চট্টগ্রাম, বিডি ফিন্যান্স, পূরবী জেনারেল, এ´িম ব্যাংক, পপুলার লাইফ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, এটলাস বাংলাদেশ ও সালভো কেমিক্যাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নূরানী ডাইং, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, কে এ্যান্ড কিউ, ডরিন পাওয়ার, মেঘনা সিমেন্ট ও আইসিবি ইসলামী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, বে´িমকো ফার্মা, বিএসআরএম স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিক, সিটি ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স।
×