ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলম্বিয়া সরকারের বিরুদ্ধে শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৪, ৬ জুন ২০১৭

কলম্বিয়া সরকারের বিরুদ্ধে শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ

কলম্বিয়ার মার্কসবাদী বিদ্রোহী গোষ্ঠী ফার্ক তাদের সঙ্গে শান্তি চুক্তির শর্ত বারবার লঙ্ঘন করায় সরকারকে অভিযুক্ত করে রবিবার অস্ত্র পরিত্যাগ বিলম্ব করার হুমকি দিয়েছে। গত নবেম্বরে স্বাক্ষরিত শান্তি চুক্তির শর্ত সরকার বারবার লঙ্ঘন করায় তারা এ হুমকি দিয়েছে। বিদ্রোহী নেতা রডরিগো লন্ডনের এক টুইটার বার্তায় বলেন, সরকারের এমন আচরণের কারণে ফার্ক আন্তর্জাতিক মনিটরিংয়ের দাবি জানাতে যাচ্ছে। এর আগে তিনি বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ স্থগিতের কথা বিবেচনা করেছিলেন। -এএফপি কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার জঙ্গী নিহত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের বান্দিপোরার সুমবাল এলাকায় সিআরপিএফ শিবিরে হামলার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার জঙ্গী নিহত হয়েছে। জঙ্গীরা আত্মঘাতী হামলার চেষ্টা করেছিল বলে সেনাসূত্রে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। জঙ্গীরা ভারি অস্ত্রে সজ্জিত হয়ে সোমবার ভোর তিনটা ৪৫ মিনিটে গুলি চালিয়ে সড়কপথে সুমবালে অবস্থিত ৪৫ ব্যাটালিয়ন সিআরপিএফ শিবিরে প্রবেশ করার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় ভোর ছয়টা ১৫ মিনিট পর্যন্ত চলে। পুলিশ কর্মকর্তারা জানান, সিআরপিএফ সদস্যরা গুলি চালাতে শুরু করলে পুলিশও দ্রুত সেখানে পৌঁছে বন্দুকযুদ্ধে অংশ নেয়। বাটনবিহীন রিমোট কন্ট্রোল স্ক্যানডিন্যাভিয়ান স্টার্টআপ প্রতিষ্ঠান সিন্ট এবার নিয়ে এলো বাটনবিহীন রিমোট কন্ট্রোল। ফ্লিপ নামের এই রিমোট কন্ট্রোল হাতের তালুর মাপের গোলাকার একটি ডিস্ক। এই ডিভাইস ওয়াইফাই সংযোগের মাধ্যমে স্পীকারের সঙ্গে যুক্ত করা হবে। এর প্রত্যেকটি অপশন বিশেষ গতিভিত্তিক। অর্থাৎ রিমোটটি আপনি কোনদিকে ঘোরাচ্ছেন তার ওপর ভিত্তি করে এর ফাংশন কাজ করবে। প্রাথমিকভাবে এটির দাম ধরা হয়েছে ৭৯ ডলার।-দ্য ভার্জ ইফতার পার্টিতে হ্যারি দুদিনের সফরে সিঙ্গাপুরে গেছেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি। গুইলেমার ক্রিসেন্টে জামিয়া সিঙ্গাপুরের সদরদফতরে রবিবার তিনি ‘মুসলিম ইয়ুথ অ্যাম্বাসেডর অব পিস’ নাজহাত ফাহিমার সঙ্গে ঐতিহ্যবাহী ইফতারে অংশ নেন। এর আগে মালয় সংস্কৃতির ঐতিহ্যগত অনুষ্ঠানের মাধ্যমে সেখানে তাকে স্বাগত জানানো হয়। ইফতারের পর হ্যারি সেখানে আগত অতিথিদের টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।-নিউজ এশিয়া
×