ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিডনিতে টিলারসন

জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করতে চান ট্রাম্প

প্রকাশিত: ০৫:৫৪, ৬ জুন ২০১৭

জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে কাজ করতে চান। তিনি বিষয়টি এড়িয়ে যেতে চান না। ট্রাম্প প্যারিস চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়ার কয়েকদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সোমবার এ কথা বলেন। খবর এএফপির। সিডনিতে টিলারসন আরও বলেন, প্যারিস জলবায়ু চুক্তি মার্কিন জনগণের কোন কাজে আসবে না ট্রাম্পের এমন নিজস্ব চিন্তা থেকেই তিনি সরে আসার ঘোষণা দেন। তিনি আরও বলেন, ‘এমনকি এই চুক্তি মার্কিন ভবিষ্যত অর্থনীতিরও কোন উপকারে আসবে না।’ তবে আমি মনে করি প্রেসিডেন্ট চুক্তি পুনঃপরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন, অন্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে সম্ভবত জলবায়ু ইস্যুতে তিনি নতুন চুক্তির আভাস দিয়েছেন। প্রকাশিত খবরে জানা গেছে, চুক্তি বাতিল না করতে যে কজন ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন টিলারসন তার একজন। গত সপ্তাহে তিনি বলেছিলেন, প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমাতে এককভাবে চেষ্টা চালাবে। আন্তর্জাতিক মহল প্যারিস চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে আসার ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে। ভারতে বাস দুর্ঘটনায় নিহত ২২ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারিলি শহরে সোমবার ট্রাকের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়লে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর এএফপির। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় সরকার পরিচালিত বাসটির দরজা না খোলায় যাত্রীরা ভিতরে আটকা পড়ে। এ সময় জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে বাসে আগুন ধরে গেলে বাসের ভিতরে থাকা যাত্রীরা পুড়ে মারা যায়। কিছু যাত্রী বাসের জানালা ভেঙ্গে বেরিয়ে আসতে পেরেছে।
×