ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিডিয়া কর্মীরা ভিত্তিহীন খবর বানাতে দক্ষ

প্রকাশিত: ০৫:৫৩, ৬ জুন ২০১৭

মিডিয়া কর্মীরা ভিত্তিহীন খবর বানাতে দক্ষ

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও প্রধান উপদেষ্টা জেরেড কুশনার ক্রেমলিনের সঙ্গে গোপন যোগাযোগের জন্য আড়িপাতা যন্ত্রবিহীন একটি সংযোগ পদ্ধতি গড়ে তোলার যে প্রস্তাব করেছিলেনÑ সে ব্যাপারে আর কোন ধারণা নেই। খবর এএফপি। এনবিসি টেলিভিশনকে গত রবিবার দেয়া এক সাক্ষাতকারে পুতিন এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিততে সহযোগিতা করতে হ্যাকিং ও অন্যান্য কৌশল গ্রহণের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তিনি বলেন, হতে পারে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী কোন দেশের হ্যাকার রাশিয়াকে দোষারোপ করতে এমন কা- করেছে। নির্বাচনে রুশ গোয়েন্দা তৎপরতার বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের বিশেষ কাউন্সিল ও কংগ্রেস গোয়েন্দা কমিটিতে তদন্তাধীন আছে। এ ব্যাপারে ট্রাম্পের সমালোচকদের কেউ কেউ ইতোমধ্যে তাকে অভিশংসনের প্রস্তাবও করেছেন। কিন্তু পুতিন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অথবা নির্বাচনের পর ট্রাম্পের ওপর তার কোন প্রভাব আছে বলে বেমালুম অস্বীকার করেন। ট্রাম্পের সঙ্গে তার বিশেষ সম্পর্ক থাকার খবরকে তিনি ননসেন্স বলে অভিহিত করেন। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিক মেগিন কেলী পুতিনের সাক্ষাতকার গ্রহণকালে তিনি সুকৌশলে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যান। গত ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক খবরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিস্লিয়াককে ট্রাম্পের জামাতা কুশলার মস্কোর সঙ্গে গোপন যোগাযোগ প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছিলেন সে ব্যাপারে প্রেসিডেন্ট হিসেবে পুতিন কিছু জানেন কি না? জবাবে পুতিন বলেন, এ ধরনের প্রস্তাব সম্পর্কে আমি মোটেই অবগত নই। পুতিন আরও বলেন, এ ধরনের কোন প্রস্তাব রাশিয়ার কাছে করা হলেÑ তবে তার পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তাকে তা জানাতেন। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিস্লিয়াক সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের শীর্ষ নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন অজুহাতে দেখা-সাক্ষাত করেন। এসব বৈঠকের ব্যাপারে প্রশ্ন করা হলে পুতিন বলেন, সত্যি বলতে কী, আপনি কী মনে করেন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যত দেশে রাশিয়ার দূতাবাস আছে সেখানের রাষ্ট্রদূতগণ প্রতিদিন তারা কাদের সঙ্গে খাচ্ছেন, বৈঠক করছেন তা আমাকে সবসময় অবহিত করেন? ট্রাম্প প্রশাসন ও ট্রাম্পের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে রাশিয়ার কোন ধরনের, বিশেষ সম্পর্ক থাকার কথা অস্বীকার করে পুতিন বলেন, ‘আপনারা এই মিডিয়ার মানুষজন এতই করিৎ-কর্মা ও সৃজনশীল যে, অস্তিত্ব নেই এমন কিছু থেকে চাঞ্চল্যকর খবর বানাতে পারেন। ভাল, খুব ভালÑ তবে শেষ পর্যন্ত এতে আপনাদের জীবনই একঘেয়ে ও বিরক্তিকর হয়ে উঠবে’। পুতিন বলেন, এতসব তথ্য যোগাড়যন্ত্র করে আপনারা আপনাদের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র তৈরি করছেন।
×