ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবুজ ফ্লাইওভার

প্রকাশিত: ০৫:৪৯, ৬ জুন ২০১৭

সবুজ ফ্লাইওভার

দুবাই শহরের খোলনলচে পাল্টে দিতে ‘পাম জুমেইরাহ’ নামে একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের প্রথম চমক হিসেবে নির্মাণ করা হয়েছে ‘সবুজ ফ্লাইওভার’। চার হাজার বর্গমিটার দৈর্ঘ্যরে এই সেতুর নাম জাবেল সারে। নিচ থেকে দেখলে একে আপনি গাছতলা ভেবে ভুল করতে পারেন। সেতুটির পিলারগুলো গাছের গুঁড়ির মতো করে বানানো হয়েছে। আর নিচের অংশে কৃত্রিম উপায়ে লাগানো হয়েছে ছোট ছোট গাছ। ‘ব্র্যান্ড দুবাই’ ও ‘নাখিল’ নামে দুটি প্রতিষ্ঠান মিলে এ প্রকল্প বাস্তবায়ন করবে। ব্র্যান্ড দুবাইয়ের পরিচালক মাইসা বুহুমাইদ বলেন, ‘দুটি প্রতিষ্ঠানই সমান দক্ষতাসম্পন্ন। এ দুই শক্তি কাজে লাগিয়ে দুবাইয়ের শৈল্পিক ও সাংস্কৃতিক উৎকর্ষ সাধনের ব্যাপক সুযোগ রয়েছে।-খালিজ টাইমস অবলম্বনে।
×