ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোরায় সমুদ্রে নিখোঁজ জেলে পরিবারের প্রতি মায়ার গভীর সমবেদনা

প্রকাশিত: ০৫:৪৮, ৬ জুন ২০১৭

মোরায় সমুদ্রে নিখোঁজ জেলে পরিবারের প্রতি মায়ার গভীর সমবেদনা

স্টাফ রিপোর্টার ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঘূর্ণিঝড় মোরায় সমুদ্রে নিখোঁজ জেলেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি সোমবার কক্সবাজারের মহেশখালী উপজেলার চরপাড়া মাঠ ও কুতুবদুম ইউনিয়ন পরিষদ মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণ কালে এ সমবেদনা প্রকাশ করেন। ঘূর্ণিঝড় মোরায় ভারতীয় নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড কিছু জেলেকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে এবং কিছু জেলে নিখোঁজ হয়। আবহাওয়া বার্তা না জেনে সমুদ্রে যাওয়া অথবা আবহাওয়া বার্তাকে অবহেলা করে সমুদ্রে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। কোন নৌকার মালিক কিংবা মাছ ব্যবসায়ী চাপ প্রয়োগ করে জেলেদের গভীর সমুদ্রে পাঠিয়েছে কিনা অথবা গভীর সমুদ্র থেকে আসতে নিষেধ করেছে কিনা, তা তদন্ত করে দেখার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, জেলেদের প্রতিদিন তিন বেলা আবহাওয়া বার্তা জেনে সমুদ্রে মাছ ধরতে যেতে হবে। সম্পদের চেয়ে জীবনের মূল্যকে অগ্রাধিকার দিতে হবে। নৌকার মালিক ও মাছ ব্যবসায়ীদের গভীর সমুদ্রে মাছ ধরার সময় আবহাওয়া বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। এ সময় তিনি চরপাড়া মাঠে ১৪০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। কুতুবদুম মাঠে ৫০০ পরিবারকে চাল বিতরণ, ১৩০ পরিবারকে ১০০০ (এক হাজার) টাকা করে অর্থ সহায়তা প্রদান এবং ১০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। উক্ত পরিবারের মধ্যে যে সব পরিবারের ঘরবাড়ি ভেঙ্গে গেছে তাদের সবার ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন মন্ত্রী। নিখোঁজ জেলেদের ২৫ পরিবারের মধ্যে ১ মণ করে চাল বিতরণ করেন তিনি। স্থানীয় সংসদ সদস্য আতিক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মেস্তফা এ সময় বক্তব্য রাখেন।
×