ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার মাহফিল

প্রকাশিত: ০৫:৪৩, ৬ জুন ২০১৭

রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ মাহে রমজানের নবম দিনে বিভিন্ন দলের রাজনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ওই ইফতারের আয়োজন করেন তিনি। বিএনপির নেতাদের বাইরে ২০ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতারা ইফতারে যোগ দেন। এছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। খালেদার আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিএনপি নেতাদের মধ্যে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। ২০ দলীয় জোট নেতাদের মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান (এলডিপি) কর্নেল ড. অলি আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাতীয় পার্টির (কাজী জাফর) ডাঃ টি আইএম ফজলে রাব্বী চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় খালেদার জিয়ার নিন্দা এদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত শনিবার সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেছেন, আর যাতে কোন ভয়াবহ সন্ত্রাসী হামলা না ঘটে তার জন্য বিশ্ব সম্প্রদায়কে একযোগে প্রস্তুত থাকতে হবে। কঠোর অবস্থান নিয়ে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে একযোগে কর্মপন্থা অবলম্বন করতে হবে। বেগম জিয়া লন্ডন ব্রিজের ফুটপাথে পথচারীদের ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে পিষ্ট করে ও ছুরিকাঘাতে সাত জনকে হত্যা ও কমপক্ষে ৩০ জনকে আহত করার প্রাণবিনাশী রক্তাক্ত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে চাপা দিয়ে ও ছুরি নিয়ে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় সাত জনের প্রাণহানি ও কমপক্ষে ত্রিশ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে বেদনার্ত ও শোকাহত হয়েছি। বিশ্বব্যাপী চলছে হানাহানি ও রক্তারক্তির সহিংস ঘটনা। বিশ্বমানব সম্প্রদায় এখন ভয়াবহ সন্ত্রাসের ঝুঁকির মধ্যে। আর এই সমস্ত বর্বরোচিত সন্ত্রাসী রক্তাক্ত ঘটনা সংঘটিত করতে উগ্রবাদী সন্ত্রাসীরা গড়ে তুলেছে মানবসভ্যতাবিরোধী রক্তরঞ্জিত নেটওয়ার্ক। যুক্তরাজ্যে কয়েক মাসে রক্তপিপাসু সন্ত্রাসীরা যেভাবে সাধারণ পথচারী ও নিরীহ মানুষকে আকস্মিক আক্রমণ চালিয়ে হত্যা করেছে তা মানববিবেককে নিদারুনভাবে ব্যথিত করেছে, বিশ্ববাসীর হৃদয়ে অশ্রু ঝরেছে।
×