ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এয়ারপোর্ট সড়কে বনসাই লাগানো বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪১, ৬ জুন ২০১৭

এয়ারপোর্ট সড়কে বনসাই লাগানো বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বনানী রেল ক্রসিং হতে এয়ারপোর্ট মোড় সড়কে নতুন করে বনসাই লাগানো বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সড়কের দুই পাশে বনসাই লাগানো নিয়ে সমালোচনার মুখে এ নির্দেশ দিলেন মন্ত্রী। সোমবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদফতর বিমানবন্দর সড়কে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হয়। এ কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে পাঁচ লাখ গাছের চারা লাগানো হবে। দেশীয় বিভিন্ন প্রজাতির ফুল ও শোভাবর্ধক গাছ লাগানোর মধ্য দিয়ে এ সড়কের দুই পাশ সবুজায়ন করা হবে। এছাড়া শোভাবর্ধন কাজে মতামত গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, এয়ারপোর্ট সড়কের সৌন্দর্যবর্ধন কাজে সরকারের কোন আর্থিক সংশ্লিষ্টতা নেই। সম্প্রতি বিভিন্ন আলোচনায় এ মহাসড়কটি সওজ অধিদফতরের আওতাধীন নয় বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা আদৌ সত্য নয়। সওজ অধিদফতরের মালিকানাধীন এ মহাসড়কের জরমযঃ ড়ভ ডধু (জড়)ি এর আওতাধীন এলাকার সৌন্দর্যবর্ধনসহ যে কোন উন্নয়ন কাজ বাস্তবায়ন সওজ অধিদফতরের অধীন। আশা করা যায়, এ ব্যাখ্যার মধ্য দিয়ে মহাসড়কটির মালিকানাবিষয়ক বিভ্রান্তি দূর হবে। মন্ত্রণালয় থেকে পাঠানো ব্যাখ্যায় আরও বলা হয়, বনানী-টঙ্গী-জয়দেবপুর মহাসড়কের বনানী রেল ক্রসিং হতে এয়ারপোর্ট মোড় পর্যন্ত মহাসড়কাংশটি এয়ারপোর্ট সড়ক নামে পরিচিতি। নির্মাণকাল থেকেই এয়ারপোর্ট সড়কের সকল প্রকার উন্নয়ন, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যবর্ধন করে আসছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। গুরুত্বপূর্ণ এ মহাসড়কাংশটি মানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত করে যান চলাচলের সম্পূর্ণ উপযোগী রাখতে সওজ অধিদফতরের রয়েছে দক্ষ জনবল, যন্ত্রপাতি ও সক্ষমতা। পাশাপাশি সওজ অধিদফতর পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছ লাগানোর মধ্য দিয়ে ঢাকা মহানগরীর চারপাশের প্রবেশপথগুলোর সৌন্দর্যবর্ধনেরও উদ্যোগ নিয়েছে।
×