ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত লন্ডন, নিহত ৭

প্রকাশিত: ০৫:৫৫, ৫ জুন ২০১৭

ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত লন্ডন, নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটেনে সাধারণ নির্বাচনের মাত্র চারদিন আগে ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো লন্ডন। শনিবার রাতে লন্ডন ব্রিজ এবং বরো মার্কেটে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মেসহ বিশ্বনেতারা এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই সন্ত্রাসী হামলার ঘটনায় ১২জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। খবর এএফপি, গার্ডিয়ান ও বিবিসি অনলাইনের। ঘটনাটিকে ভয়াবহ আখ্যা দিয়ে থেরেসা মে বলেছেন, যথেষ্ট হয়েছে। ডাউনিং স্ট্রীটে দেয়া এই বক্তব্যে থেরেসা মে বলেন, এই ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে সবাইকে একত্রিত হতে হবে। তবে ব্রিটেনে আগামী ৮ জুনের নির্বাচন যথাসময়েই হবে বলে জানান তিনি। সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নৃশংসতাকে কখনই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘœ ঘটাতে দেয়া হবে না। তিনি বলেন, সোমবার থেকে আবারও পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে। দেশটির প্রধান বিরোধীদল লেবার নেতা জেরেমি করবিন বলেন, হামলার খবরে তিনি ‘খুবই আহত হয়েছেন এবং আতঙ্কিত বোধ করছেন’। করবিন বলেন, যদি আমরা এই ধরনের হামলাকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘœ ঘটাতে দেই তবে আমরাই হেরে যাব। স্বরাষ্ট্রমন্ত্রী আমবের রাড বলেন, এই হামলা ‘ভয়ঙ্কর’। পরিবার ও বন্ধুদের নিয়ে যারা শনিবারের সন্ধ্যা উপভোগ করছিলেন তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, আমরা বিস্তারিত জানি না। তবে লন্ডনের সাধারণ জনগণ ও পর্যটকদের ওপর এটি কাপুরুষোচিত হামলা। শনিবার সন্ধ্যায় আনন্দ করার সময় তাদের ওপর এই হামলা চলে। তিনিও এই হামলার নিন্দা জানান। এ হামলায় যে সাত জন নিহত হয়েছে তাদের পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফ্রান্সের প্রেসিডেন্টের অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে আহতদের মধ্যে দুজন ফরাসী নাগরিক রয়েছে। এই হামলায় দুজন অস্ট্রেলীয়ও আহত হয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি নিয়ে হামলা হয়। নির্বাচনের চারদিন আগে এ হামলার পর যুক্তরাজ্যের বেশিরভাগ রাজনৈতিক দলই নির্বাচনী প্রচারে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন পিছিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী। তার পর পরই তারা সাদা রঙের ওই ভ্যান থেকে ছুরি হাতে বেরিয়ে আসে এবং কাছের বারো মার্কেট এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালায়। টেমস ব্রিজের দক্ষিণ দিকের ওই এলাকা রেস্তরাঁর জন্য পরিচিত। সাপ্তাহিক ছুটির রাত হওয়ায় হামলার সময় বেশ ভিড় ছিল সেখানে। হামলা শুরুর পরপরই তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই ফের রাজধানী লন্ডনে রক্তাক্ত সন্ত্রাসী হামলা যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তিন মাসেরও কম সময়ে যুক্তরাজ্যে এটি তৃতীয় সন্ত্রাসী হামলা। মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় ৫ জন নিহত হয়।
×