ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে ফরাসীদের আধিপত্য

প্রকাশিত: ০৫:২৫, ৫ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেনে ফরাসীদের আধিপত্য

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে সঠিক পথেই এগুচ্ছেন ক্যারোলিন ওজনিয়াকি, কার্লা সুয়ারেজ নাভারো, সিমোনা হ্যালেপ এবং ক্যারোলিন গার্সিয়ার মতো তারকারা। প্রত্যেকেই দারুণ জয়ে টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেছেন। তবে এবারের আসরে বাজিমাত করেছেন ফ্রান্সের প্রমীলা খেলোয়াড়রা। দীর্ঘ ২৩ বছরের ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন দেশটির তিনজন প্রমীলা খেলোয়াড়। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই শেষ ষোলোতে জায়গা করে নেন এ্যালিজ কোর্নেট এবং ক্যারোলিন গার্সিয়া। কোর্নেট খুব সহজেই হারান পোল্যান্ডের নবম বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে। মৌসুমের দ্বিতীয় মেজর এই টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বারের মতো চতুর্থ রাউন্ডের টিকেট কাটতে সক্ষম হন কোর্নেট। তবে ক্যারোলিন গার্সিয়ার জয়টা এসেছে কঠিন লড়াইয়ের পর। এদিন তিনি ৬-৪, ৪-৬ এবং ৯-৭ ব্যবধানে তাইওয়ান তাইপের শিয়ে সু-ওয়েইকে পরাজিত করেন। আর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০৯ নাম্বার খেলোয়াড় সু ওয়েইয়ের বিপক্ষে জিতে ক্যারিয়ারে প্রথমবার কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে চতুর্থ রাউন্ডেই মুখোমুখি হচ্ছেন কোর্নেট ও গার্সিয়া। এর ফলে অর্ধযুগ পর একজন ফরাসীকে পেতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল। এদিকে সিমোনা হ্যালেপ ৬-০ এবং ৭-৫ সেটে হারিয়েছেন রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে। প্রথম সেট তো মাত্র ২০ মিনিটেই নিজের করে নেন তিনি। ২০ বছর বয়সী কাসাতকিনা অবশ্য দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু লড়াই করেও শেষ পর্যন্ত হার নিয়েই কোর্ট ছাড়তে হয় তাকে। রাশিয়ান তারকার বিপক্ষে জয়ের পর সন্তুষ্ট হ্যালেপ। ম্যাচশেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি।
×