ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আমলার আরও একটি রেকর্ড

প্রকাশিত: ০৫:২৫, ৫ জুন ২০১৭

আমলার আরও একটি রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি আর হাশিম আমলার ইঁদুর-বিড়াল লড়াইটা যেন থামছেই না। যে লড়াইয়ে যথারীতি প্রতিবারই শেষ হাসি হাসছেন আমলা। এটা যেন এখন একটা নিয়মে পরিণত হয়ে গেছে। আমলা সর্বশেষ কোহলির যে রেকর্ডটি ভাঙলেন তা হলো ওয়ানডে ক্রিকেটে দ্রততম ২৫টি সেঞ্চুরি। কোহলি তার ২৫তম সেঞ্চুরি করতে নিয়েছিলেন ১৬২ ইনিংস। আর আমলা এই অসাধারণ মাইলফলক ছুঁয়েছেন কোহলির চেয়েও ১১ ইনিংস কম নিয়ে। মাত্র ১৫১ ইনিংসেই ২৫তম শতকের দেখা পেয়ে গেছেন তুখোড় প্রোটিয়া উইলোবাজ। ইংল্যান্ডে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে শনিবার লন্ডনের ওভালে ৫ চার ও ২ ছক্কায় ১১৫ বল খেলে শ্রীলঙ্কার বিপক্ষে একটি অসাধারণ সেঞ্চুরি হাঁকান আমলা, করেন ১০৩ রান। এটি এই বছর তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে ১৫৪ রানের একটি ইনিংস ছিল তার। এই সেঞ্চুরির মাধ্যমে ৩৪ বছর বয়সী আমলা এখন দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান যিনি ওয়ানডে ক্রিকেটে ২৫টি সেঞ্চুরির দেখা পেলেন। সবমিলিয়ে তিনি ইতিহাসের মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই বিরল যোগ্যতা অর্জন করেন। মাত্র কিছুদিন আগেই আমলা কোহলির করা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৭,০০০ রান করার রেকর্ডটি ভেঙ্গেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত ম্যাচের মাধ্যমে তিনি মাত্র ১৫০ ইনিংসেই ওয়ানডেতে ৭,০০০ রানে পৌঁছে যান। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ইসলাম ধর্মের অনুসারী প্রোটিয়া তারকা আমলা ক্যারিয়ারে এ পর্যন্ত ১৫৪টি ওয়ানডে খেলেছেন, যেখানে ৫০.৬০ গড়ে তিনি ৭ হাজারেরও বেশি রান করেছেন। ২৫টি সেঞ্চুরির পাশাপাশি তার ঝুলিতে ৩৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে দ্রুততম ২৫টি সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান হলেন, হাশিম আমলা ১৫১ ইনিংস, বিরাট কোহলি ১৬২ ইনিংস, শচীন টেন্ডুলকর ২৩৪ ইনিংস, রিকি পন্টিং ২৭৯ ইনিংস, সনাথ জয়সুরিয়া ৩৭৩ ইনিংস।
×