ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না মাশরাফি

প্রকাশিত: ০৫:২৪, ৫ জুন ২০১৭

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না মাশরাফি

সবার মুখে একই কথা। লন্ডন ব্রিজ হামলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য কী হবে? কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এসব নিয়ে ভাবছেন না। বরং ভালই হয়েছে বলে জানিয়েছেন। আইসিসির ওপর নিরাপত্তার বিষয়ে আস্থা রেখে এসব নিয়ে ভাবতেও রাজি নন। অস্ট্রেলিয়াকে কিভাবে আজ হারানো যায় সেই দিকেই মনোযোগী। জিততে চায় বাংলাদেশ। জিতলেই যে টুর্নামেন্টে টিকে থাকা যাবে। নয়ত বিদায় নিতে হবে। পথ কঠিন। তবে সহজ করার চেষ্টাও চলছে। পরিকল্পনা করা হচ্ছে। যেন জেতা চাই। মাশরাফিই যেমন লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছেন, ‘লক্ষ্য আগে যেটা ছিল সেটিই। আমাদের জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে। জয়টা পাওয়া কঠিন, এটা সবাই জানি। তবে জয়ের জন্যই নামতে হবে। জয়ের জন্যই পরিকল্পনা করেছি।’ এই জয় পাওয়ার ক্ষেত্রে মাশরাফিদের প্রেরণা হয়ে ধরা দিতে পারে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে জেতা ম্যাচটি। সেই ম্যাচটি কী প্রেরণা হিসেবে কাজ করবে? মাশরাফি বলেন, ‘সেই ঘটনা ১২ বছর আগের। কাল (আজ) নতুন একটি দিন। আমাদের জন্য সেটি ভাল স্মৃতি। আমরা চেষ্টা করব কাল (আজ) সেরা ক্রিকেটটা খেলতে। আমরা আত্মবিশ্বাসী।’ ওভালে খেলা। এখানে কত রান হতে পারে তা মাশরাফির ভাল করেই জানা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০৫ রান করেছে বাংলাদেশ। সেটি অনায়াসেই অতিক্রম করেছে ইংল্যান্ড। বাংলাদেশের তাই উইকেট সম্পর্কে জানা। মাশরাফিও তাই জানালেন, ‘কোন্ উইকেটে খেলা হবে জানি না। তবে জানা আছে, এখানে কত স্কোর হতে পারে। প্রথম ম্যাচ আমাদের সহযোগিতা করবে। অন্তত আমাদের জানা আছে কি করতে হবে।’ আট ব্যাটসম্যান নিয়ে প্রথম ম্যাচে খেলেছে বাংলাদেশ। এবারও কী একই একাদশ থাকবে? মাশরাফি জানান, ‘তিন শ’ রান ওয়ানডে ক্রিকেটে অনেক। তবে এখানে কি হচ্ছে, তা সবারই জানা আছে।’ অস্ট্রেলিয়াকে চাপ দেয়া যাবে? মাশরাফি জানান, ‘আমরা এখনও শিখছি। তবে দল অনেক ভাল খেলছে। আমরা চাপ তৈরি করতে চাই। বিদেশের মাটিতে খেলা কঠিন। আমরা এ স্থানে উন্নতি করার চেষ্টা করছি।’ লন্ডন ব্রিজে হামলা নিয়েও কথা বলেছেন মাশরাফি। নিরাপত্তার বিষয়টি উঠতেই জানিয়েছেন, ‘এটা পুরো বিশ্বেরই একটা সমস্যা। আমরা আইসিসির ওপর পূর্ণ আস্থা রাখছি। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা বেশিরভাগ সময় হোটেলেই থাকি। হোটেলের নিরাপত্তাও খুব ভালই আছে। আমাদের ক্রিকেটের জন্যই আরও ভাল হলো। অনেক সময় এইরকম কারণে আমাদের এখানে খেলা হয় না। আমরা খেলছি। অনেকে দেখছে। এগুলো দেখে অনেকে সাহস পাবে। আইসিসি সব জায়গায় ওইরকম নিরাপত্তা রাখে। স্বাগতিকরাও রাখে।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহীম এবং মুস্তাফিজুর রহমানকে ভালভাবে মার্ক করেছে। তাদের নিয়ে ভাবনার কথা জানিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার কোন্ ক্রিকেটারদের নিয়ে ভাবছে বাংলাদেশ? মাশরাফি বলেন, ‘আমাদের আলাদা করে কিছু করার নেই। ইংল্যান্ডের সঙ্গে অনেক ব্যাটসম্যান ছিল। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার আছে নির্ভরযোগ্য ক্রিকেটার। আলাদা করে বলার কিছু নেই। পরিকল্পনা করলে ওদের ১১ জনের বিপক্ষেই করতে হবে।’ মিচেল স্টার্ক এবং মুস্তাফিজুর রহমানের কথা আলাদা করেই বললেন মাশরাফি, ‘এখন বিশ্ব ক্রিকেটে সব বোলারের থেকে যদি আলাদা করতে হয়, তাহলে মিচেল স্টার্ক ও মুস্তাফিজকেই আলাদা করতে হবে। ওরাও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’
×