ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাকিবের জ্বলে ওঠার অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৩, ৫ জুন ২০১৭

সাকিবের জ্বলে ওঠার অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের জন্য যা ছিল বড় অনুপ্রেরণা। সাফল্যের মাঝেও তখন সবচেয়ে বেশি কথা হচ্ছিল সাকিব-আল হাসানের অফ-ফর্ম নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দৃঢ়কণ্ঠে বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চ দিয়েই ফর্মে ফিরবেন দলের বড় তারকা। কিউইদের বিপক্ষে সেদিন ২ উইকেট শিকারে ইঙ্গিতও ছিল। কিন্তু পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ হয়ে উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিপক্ষেও চরমভাবে হতাশ করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ইংলিশদের কাছে বড় হারে শুরুর পর শেষ চারের আশা জিইয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ জিততেই হবে, সাকিবের জ্বলে ওঠার অপেক্ষায় সবাই। সাকিব-তামিমরা জ্বলে উঠলেই যে জেতে বাংলাদেশ, সেটি প্রমাণিত। ইংল্যান্ড ম্যাচে ব্যাটে-বলে হতাশ করেছেন সাকিব। তামিম ইকবাল ও মুশফিকুর রহীমের দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণ প্লাটফর্মের ওপর দাঁড়িয়েও আউট হয়েছেন ১০ রান করে। বল হাতে ৮ ওভারে ৬২ রান দিয়ে উইকেটের দেখা পাননি। আর প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রান এবং ৬ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট। দ্বিতীয় প্রস্তুতিতে ভারতের কাছে লজ্জার হারের দিনে ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য, ব্যাটিংয়ে ৮ রানে আউট। এইসব কি একজন বিশ্বসেরা অলরাউন্ডারের পারফর্মেন্স? কেবল তাই নয়, বেশ লম্বা সময় পার হয়ে গেছে ব্যাটে রান নেই, বলও নির্বিষ। প্রতিপক্ষ ধুমাইয়া চার-ছক্কা হাঁকাচ্ছে। নিউজিল্যান্ড সফরে টেস্টে দুটি ভাল ইনিংস বাদ দিলে শেষ কবে ৮০ রানের ইনিংস খেলেছেন, সাকিব নিজেরও হয়ত সেটা মনে করতে কষ্ট হবে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেছিলেন ৭২ রান। ওই শেষ শ্রীলঙ্কায় আরও দুটি ওয়ানডে গেছে, আয়ারল্যান্ড সিরিজ গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি প্রস্তুতির পর মূল মঞ্চের এক ম্যাচ শেষ। যে কোন ধরনের ক্রিকেটে ব্যাট হাতে সাকিবের শেষ ১০ ইনিংসে সর্বোচ্চ রান ৪৪, সেটি প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড এ-দলের বিপক্ষে। ওয়ানডেতে শেষ ৪ উইকেট পেয়েছেন গত বছর সেপ্টেম্বরে, ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে। অথচ তার মতো সিনিয়র, অভিজ্ঞ ও দক্ষ ক্রিকেটারের কাছে টাইগার ক্রিকেটপ্রেমীদের চাওয়া অনেক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে সঙ্কট যাচ্ছে তাতে তারকা অলরাউন্ডারের জ্বলে ওঠা জরুরী। বরাবরাই সঙ্গীদের আগলে রাখা অধিনায়ক মাশরাফির বিশ্বাস সাকিব ফিরবেন, ‘সাকিব দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। ও জানে কিভাবে কামব্যাক করতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি বড় আসর। এতে অভিজ্ঞরাই ভাল করে। সে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। আশাকরি, ফর্মে ফিরতে সময় নেবে না। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’ বলছিলেন তিনি।
×