ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ জুনের মধ্যেই অনলাইনে ভ্যাট নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে

প্রকাশিত: ০৪:০৫, ৫ জুন ২০১৭

৩০ জুনের মধ্যেই অনলাইনে ভ্যাট নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৩০ জুনের মধ্যেই শতভাগ অনলাইনে ভ্যাট নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা পূর্ব কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনার ড. একেএম নুরুজ্জামান। রবিবার ঢাকা পূর্ব কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইনে ভ্যাট নিবন্ধন সনদ প্রদানের স্বাভাবিক কার্যক্রমের বাইরে কমিশনারেট সদর দফতর, বিভাগী দফতর, প্রতিটি সার্কেল দফতরে ভ্যাট হেল্প ডেস্ক খোলা হয়েছে। এ লক্ষ্যে গত ১৬-১৮ মে ভ্যাট নিবন্ধন মেলার আয়োজন করা হয়েছিল। এ ধরনের মেলার আয়োজন আরও একাধিকবার করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠান বরাবর নিবন্ধন গ্রহনের অনুরোধ করে পত্র লেখা হয়েছে। ভ্যাট কমিশনার ড. একেএম নুরুজ্জামান বলেন, ৩৬ লক্ষ টাকা পর্যন্ত যে কোন টার্নওভারের ওপর ভ্যাট মুক্ত অর্থাৎ ভ্যাট আদায়যোগ্য নয় এবং ৩৬ লাখ টাকার অধিক থেকে ১.৫ কোটি টাকার মধ্যে টার্নওভারের উপর ১৫ শতাংশের পরিবর্তে ৪ শতাংশ টার্নওভার কর পরিশোধযোগ্য। ক্রেতাগণকে ভ্যাট স্মার্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি নাগরিকের ক্রেতা/ভোক্তা হিসেবে দ্রব্য ক্রয়ের সময় চালানপত্র (মূসক-৬.৩) সংগ্রহ এবং করের টাকা জমা হয়েছে কি-না তা নিশ্চিত হতে হবে। ড. একেএম নুরুজ্জামান বলেন, ভ্যাট স্মার্ট হিসেবে সকল ভোক্তার মানসিকতা তৈরি করা হচ্ছে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ কার্যক্রম বাস্তবায়নে সভা-সেমিনার, রাজধানীসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়া সরকারের মাধ্যমে মোবাইলে সকলের নিকট মুঠোবার্ত, গণমাধ্যমে সংক্ষিপ্ত প্রচার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট সময়ে কোন ব্যবসায়ী যদি অনলাইনে ভ্যাট নিবন্ধন কার্যক্রম সম্পন্ন না করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে ঢাকা পূর্ব কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×